অবিশ্বাসই প্রেমের অভিশাপ
অবিশ্বাসই প্রেমের অভিশাপ
সাইয়িদ রফিকুল হক
আমার ছিল ফুল
তোমার ছিল ভুল
মিলেমিশে একাকার,
চেহারাটা খুবই কদাকার!
ফুলে থাকে ভ্রমর
হিংসায় থাকে কহর!
ভুলে থাকে পাপ,
অবিশ্বাসই প্রেমের অভিশাপ।
অহংকারে ডুবে থাকে মন,
কে যে বলে তারে স্বজন!
এমন পাপী নাই তো জগতে,
গোলাপফুল তো ফোটে না শরতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৭/২০১৬
সাইয়িদ রফিকুল হক
আমার ছিল ফুল
তোমার ছিল ভুল
মিলেমিশে একাকার,
চেহারাটা খুবই কদাকার!
ফুলে থাকে ভ্রমর
হিংসায় থাকে কহর!
ভুলে থাকে পাপ,
অবিশ্বাসই প্রেমের অভিশাপ।
অহংকারে ডুবে থাকে মন,
কে যে বলে তারে স্বজন!
এমন পাপী নাই তো জগতে,
গোলাপফুল তো ফোটে না শরতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৭/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় ২৩/০৮/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ২১/০৮/২০১৬vlo........
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২১/০৮/২০১৬খুব সুন্দর
-
স্বপ্নময় স্বপন ২০/০৮/২০১৬বিমোহিত!