সাধুবচন-৮
সাধুবচন-৮
সাইয়িদ রফিকুল হক
শীতের কাঁথা চৈত্র-মাসে
পারবে দিতে গায়ে?
হৃদয়ভূমির পুণ্যচিন্তা
ঠেলছো এখন পায়ে!
পুণ্য ছাড়া স্বর্গদুয়ার
খুলবে নাতো পরলোকে!
মানুষ হওয়ার সময়শেষে
কাঁদবে তুমি শোকে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২০/০৮/২০১৬ভাল লাগলো।।
-
অঙ্কুর মজুমদার ১৯/০৮/২০১৬vlo..
-
স্বপ্নময় স্বপন ১৯/০৮/২০১৬যথারীতি ভালো হইয়াছে!