চোখের জাদু
চোখের জাদু
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখের জাদু
দেখেছিলাম মনের ভুলে,
মুখের হাসি সুবাসমাখা
নাই যে কোনো ফুলে!
ডাগর চোখের সবখানে যে
জাদুমাখা হাতছানি,
তবু কেন উঠলো গড়ে
ব্যর্থ-প্রেমের কাহিনী!
কঠিন ছিল তোমার চোখের
জাদুময় গুপ্ত-ভাষা,
পড়তে গিয়ে ভুল করেছি
টুটে গেল মনের আশা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২০/০৮/২০১৬সুন্দর
-
সূর্য মুহাম্মাদ জান ১৯/০৮/২০১৬দারুণ হয়েছে দাদা
-
স্বপ্নময় স্বপন ১৮/০৮/২০১৬ভালো লাগিল!