আমার একটা স্বপ্ন ছিল
আমার একটা স্বপ্ন ছিল
সাইয়িদ রফিকুল হক
আমার একটা স্বপ্ন ছিল
চুরি গেছে কবে?
মনের ভুলে জানি নাতো
কত বছর হবে!
স্বপ্নটাকে খুঁজছি আজও
যদি দেখা পাই,
এতো সাধের স্বপ্ন আমার
কেমনে ভুলে যাই।
স্বপ্নটাতো ছিল মনে
জানলো আবার কে?
স্বপ্নচুরির ব্যথাটা যে
বাজছে আমার বুকে।
তোমরা কেহ বলতে পারো
স্বপ্ন কোথায় গেল?
আমার মনে স্বপ্নচোর যে
কেমন করে এলো!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৭/০৮/২০১৬ভালো কে ভালো বলা উচিত নচেৎ মানব জন্ম কলঙ্কিত হবে...! অভিনন্দন!
-
অঙ্কুর মজুমদার ১৭/০৮/২০১৬assm,