আমাদের জাতির জনকের স্বপ্নমিছিলে
আমাদের জাতির জনকের স্বপ্নমিছিলে
সাইয়িদ রফিকুল হক
বঙ্গবন্ধু শহীদ হলেন বাংলার মানুষকে ভালোবেসে
আর এই বাঙালিই যে ছিল তার সবকিছু,
বঙ্গবন্ধু জীবন দিলেন স্বাধীন-বাংলাদেশের জন্য
এই দেশই যে ছিল তাঁর জীবনের চেয়ে প্রিয়,
বঙ্গবন্ধুর দু’চোখে ছিল শুধু বাংলাদেশ আর বাংলাদেশ
আর শুধু বাঙালি আর বাঙালি,
আমাদের বঙ্গবন্ধুর ছিল না নিজের নামে
সামান্য একটা ব্যাংক-অ্যাকাউন্ট,
আমাদের জাতির জনক ছিলেন এমনই নির্মোহ!
আমাদের বঙ্গবন্ধু তাঁর স্বাধীন-বাংলাদেশের কোথাও
নিজের নামে কেনেননি এক-ইঞ্চি জমি।
এমন একজন ফেরেশতাতুল্য ভালোমানুষকে
যারা হত্যা করেছে মিথ্যাঅভিযোগে
আর নির্মমভাবে আদিম-পৈশাচিক-উল্লাসে
তাদের বংশধর আজও বেঁচে আছে বাংলাদেশে,
আজ তারাই আমাদের দেশের উন্নয়নগতি
জোর করে বাঁকা-পথে চাইছে থামিয়ে দিতে,
আরেক-দল মুখচেনা-শয়তান নেমেছে মাঠে-ময়দানে,
এরা আমাদের বঙ্গবন্ধুর নাম-ভাঙ্গিয়ে রাজনীতির নামে
ডুবে আছে নিজেদের ব্যবসাবৃত্তির স্বার্থধান্দায়!
বঙ্গবন্ধুর আদর্শবিরোধী-পশুগুলো
আজ দলের নাম-ভাঙ্গিয়ে যত্রতত্র করছে
টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ধান্দাবাজি!
এদের কেউই নয় আমাদের বঙ্গবন্ধুর সৈনিক,
এরা সব ধান্দাবাজ আর ধান্দালীগের দালাল!
যদি একটু মানুষ হয়ে থাকো—ওহে, ধান্দাবাজ-পশু,
তবে ফিরে এসো বঙ্গবন্ধুর ত্যাগ-মহিমার পথে—
আর শুনে রাখো: কোনো ধান্দাবাজ থাকতে পারবে না
আমাদের জাতির জনকের সোনার বাংলার স্বপ্নমিছিলে,
তাই, স্বার্থপর-ভণ্ডগুলো বেরিয়ে যা এখনই দল ছেড়ে
আজ থেকে আমরাই লড়বো, আর আমরাই গড়বো:
আমাদের জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৮/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৬/০৮/২০১৬ভালো লাগিতেই পারে... আমার যেমন লাগিয়াছে...