আগে ছিল ছবির মতন গ্রাম
আগে ছিল ছবির মতন গ্রাম
সাইয়িদ রফিকুল হক
আগে ছিল ছবির মতন গ্রাম,
গ্রাম্যজনের ছিল কত সুনাম।
মানুষ হয়ে ছিল তারা গাঁয়ে,
চিরসবুজ বৃক্ষরাজির ছায়ে।
মানবমনে ছিল শুধু ভালোবাসা,
সবাই মিলে গড়ে তুলতো আশা।
একটু কষ্ট কেউ যদি পেত,
সবাই ছুটে তার কাছে যেত।
মানবমনে ছিল কত মায়া,
আর কি পাবো ফিরে এমন ছায়া?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১১/০৮/২০১৬nice......
-
স্বপ্নময় স্বপন ১০/০৮/২০১৬অভিভুত!