www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একঝাঁক বালিহাঁস



একঝাঁক বালিহাঁস
সাইয়িদ রফিকুল হক

একঝাঁক বালিহাঁস কতদিন দেখি না,
মনে হয় একদিন স্বপ্নে তাদের দেখেছিলাম,
অথচ তাদের ডানা-ঝাপটানোর শব্দ
এখনও আমার কানে বাজে!
আর তাদের উড়ে যাওয়ার ছায়াটুকু
মনে হয় এখনও মিশে আছে
বাড়ির পাশে আমাদের সবুজ জলপাই-গাছে!
তবু তাদের আজকাল একেবারে দেখি না।
এই বাংলায় কত বালিহাঁস ছিল!
তাদের আগমনে বুঝে নিতাম
এই পৃথিবীতে আজও শান্তি আছে।
এখন শুধু মানুষই হারিয়ে যাচ্ছে না
ওইসব মানবরূপী-পশুদের হাতে,
মানবরূপী-পশুদের হাতে মরছে নির্বিচারে
নিরীহ-অসহায় বনের পশু—আর কী সুন্দর বালিহাঁসের দল!
একদিন হয়তো ওরা এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৭/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ১০/০৮/২০১৬
    blo............
  • স্বপ্নময় স্বপন ০৯/০৮/২০১৬
    "আমি যদি হতাম বনহংস;. বনহংসী হতে যদি তুমি;. কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে. ধানক্ষেতের কাছে. ছিপছিপে শরের ভিতর. এক নিরালা নীড়ে;. তাহ'লে আজ এই ফাল্গুনের রাতে. ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে. আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে. আকাশের রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম-. তোমার পাখনার আমার পালক, আমার পাখনায় তোমার ..."
    - জীবনানন্দ দাশ
    অনন্য মনমুগ্ধকর!
 
Quantcast