সাধুবচন-২
সাধুবচন-২
সাইয়িদ রফিকুল হক
সাপের মতো ফণা তুলে
মারলে মানুষ ছোবল দিয়ে,
বিষের জ্বালায় বীর-বাঙালি
পড়লো ঝাঁপায় সাহস নিয়ে।
একাত্তরের কালসাপেরা
আজও দেখি তুলছে ফণা,
ওঝা হয়ে তরুণসমাজ
যুদ্ধ শুরু কররে সোনা।
আদর্শেরই লড়াই যুদ্ধে
জিততে হবে বীরের বেশে,
তোমরা জয়ী হলে পরে
শান্তি ফিরে আসবে দেশে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০৩/০৮/২০১৬vlo...
-
আনিসা নাসরীন ০৩/০৮/২০১৬সুন্দর
-
স্বপ্নময় স্বপন ০৩/০৮/২০১৬অসাধারণ! অনন্য! অনবদ্য! উপভোগ্য ! দুর্দান্ত!!