শরতের কাশফুল
শরতের কাশফুল
সাইয়িদ রফিকুল হক
শরৎ এলে আকাশপানে
শাদা মেঘ যে ভাসে,
কাশের বনে ফুলগুলো সব
কেমন করে হাসে!
শাদা-ফুলের হাসি দেখে
মনটা ভরে যায়,
এমন সুন্দর ছবি শুধু
এই দেশেতেই হায়!
বাংলাদেশের শরৎরাণী
হাসছে কাশের বনে,
আয়-রে ছুটে,
আয়-রে সবাই
আমরা বসি সংগোপনে।
নদীর তীরে কাশের ফুল
ডাকছে তোদের ভাই,
আয়-রে ছুটে, আয়-রে সবাই
হাসিমুখে যাই।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ০২/০৮/২০১৬ভালো লেগেছে।
-
সভ্যচাষী সপ্তম ০১/০৮/২০১৬কাশের বনে ফুল গুলো সব আনন্দে প্রাণ হাঁসে...............
-
স্বপ্নময় স্বপন ০১/০৮/২০১৬চলুন... দেরি কেন... যাওয়া যাক... অনবদ্য বলিলেও কমই বলা হইবে।
-
নাবিক ০১/০৮/২০১৬দারুণ লাগলো ☺