ন্যাংটা হলে অনেক লাভ
ন্যাংটা হলে অনেক লাভ!
সাইয়িদ রফিকুল হক
ন্যাংটা হলে অনেক লাভ
লজ্জা থাকে কম,
সবার কাছে ভয়ংকরী
কেউ বা ভাবে যম!
ন্যাংটা হলে পসার জমে
সবাই চেনে তাকে,
‘ম্যাডোনা’কে একটা নামে
সবাই এখন ডাকে!
ন্যাংটা হলে একটা রাতে
ভক্ত হবে জড়ো,
কয়েক ঘণ্টা পরেই তুমি
নায়িকা যে বড়!
টাকা-পয়সার লোভে এখন
হচ্ছে অনেক মাতাল,
কাপড়চোপড় খুলে দিয়ে
ভাবছে আকাশ-পাতাল!
ওরে আমার লক্ষ্মীছাড়া
এমন করে হোস-নে শিশু,
তোদের দেখে লজ্জা পেয়ে
পালায় বুঝি বনের পশু!
সস্তা-মালের চাহিদাটা
একটু বেশি আছে,
তাই বলে তুই ন্যাংটা হবি
এখন সবার কাছে!
হায়-রে আমার কলিযুগ
দেখবো কতো খেলা,
দিনদুপুরে চলছে এখন
ন্যাংটা-বাবার মেলা!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৪/২০২৩সুন্দর লেখনী!
-
মোবারক হোসেন ১৬/০৮/২০১৬অসম্ভব প্রকাশ । ধন্যবাদ কবিকে।
-
অঙ্কুর মজুমদার ২৯/০৭/২০১৬Sundor
-
রইস উদ্দিন খান আকাশ ২৯/০৭/২০১৬অসাধারণ লেখা
-
সজীব ২৯/০৭/২০১৬অসাধারন লিখেছেন
-
আশরাফুল ইসলাম শিমুল ২৯/০৭/২০১৬বাহ সুন্দর
-
সভ্যচাষী সপ্তম ২৯/০৭/২০১৬খুউব বহুত........ সুন্দর
-
পরশ ২৯/০৭/২০১৬ওছাম
-
স্বপ্নময় স্বপন ২৯/০৭/২০১৬"নমঃ নমঃ সুন্দর মম"