মনের আশা
মনের আশা
সাইয়িদ রফিকুল হক
তোমার ভাবনা আমি বুঝিনি,
তোমার হাসি অন্ধকারে
আমি দেখিনি!
শরৎ-শেষে বদলে গেছে
তোমার সেই রূপ,
তাইতে দেখি তুমি কেমন
নীরব-নিশ্চুপ!
মনের আশা তবু যে এখন
পিছু ছাড়ে না,
ভালোবাসা মান-অপমান
কিছুই বোঝে না!
বুকের ভিতর ঝরে-ঝরে
পড়ে শুধু প্রেমের বকুল,
অভিমানে স্বপ্ন-কন্যা
তুমি কোরো না ভুল!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৪/০৭/২০১৬কবি ভালই লাগল,শুভেচ্ছা রইল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৪/০৭/২০১৬Oh::::
-
দেবজ্যোতিকাজল ২৪/০৭/২০১৬Valo hayechhe
-
অঙ্কুর মজুমদার ২৪/০৭/২০১৬besh vlo/////
-
সজীব ২৩/০৭/২০১৬very nice
-
ফয়জুল মহী ২৩/০৭/২০১৬শুভ্র লেখনী
-
স্বপ্নময় স্বপন ২৩/০৭/২০১৬ভালো লাগলো কবি!