খুবলে খাচ্ছে সোনার দেহ
খুবলে খাচ্ছে সোনার দেহ
সাইয়িদ রফিকুল হক
আকাশে শকুন পাতালে শকুন,
শকুনই এখন করছে মানুষখুন!
শকুনগুলো বিশাল ডানার ভয়ানক,
মারছে মানুষ নিষ্ঠুর ক্রোধে আচানক!
মাঝে-মাঝে শকুনগুলো পড়ছে ফেটে
ভয়ানক অট্টহাসিতে,
শান্তি-সুখের স্বপ্ন-বাঁচাতে
কে ঝুলাবে এদের ফাঁসিতে?
শকুনের ওই ডানাঝাপটানোর শব্দে
আঁতকে ওঠে মানুষ ভালো,
শকুনের জ্বালায় নিভে গেছে
বীর-জাতির স্বপ্ন-আলো!
আসছে শকুন আসছে দলে-দলে
খুবলে খাচ্ছে সোনার দেহ,
পরাজিত শকুন-মারার
এই দেশটাতে নাই কি কেহ?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৪/২০১৬, মধ্যরাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ২৩/০৭/২০১৬বেশ ভালো লেগেছে!
-
অঙ্কুর মজুমদার ২৩/০৭/২০১৬vlo
-
রইস উদ্দিন খান আকাশ ২৩/০৭/২০১৬মুক্তি চাই
-
সজীব ২২/০৭/২০১৬right