ঘুষখোরেরা গেছে ক্ষেপে
ঘুষখোরেরা গেছে ক্ষেপে
সাইয়িদ রফিকুল হক
ঘুষখোরেরা গেছে ক্ষেপে
খাচ্ছে ভীষণ ঘুষ,
মাতাল যেমন মদের বোতল
ধরে আছে বেহঁশ।
পশুর মতো হন্যে হয়ে
ছুটছে তারা বেগে,
ঘুষের টাকা কমটি হলে
যাচ্ছে ভীষণ রেগে।
মানুষ-মেরে, হুমকি দিয়ে
খাচ্ছে ঘুষের গু,
আইনকানুন হেলায় ফেলে
দিচ্ছে গায়ে ফুঁ।
ঘুষখোরেরা আজকে দেখি
দেশে সবার সেরা,
জীবনটা যে হাসিখুশি
স্বপ্নে তাদের ঘেরা।
ঘুষের জন্য পাগল হয়ে
দিচ্ছে কাজে ফাঁকি,
নিজের স্বার্থে কোনোকিছু
রাখেনি তো বাকী।
দেশের কথা ভুলে গিয়ে
খাচ্ছে পশু ঘুষ,
এই জীবনে ফিরবে নারে
ওদের কোনো হুঁশ।
এই পশুদের মারতে হবে
বাঁচবে দেশের মানুষ,
ঘুষখোরেরা নিপাত গেলে
উড়বে সুখের ফানুস।
আয়রে মানুষ, আয়রে ছুটে
পশু মারার দলে,
আবার আমরা উঠবো জেগে
একাত্তরের বলে।
দেশের মানুষ ধুঁকতে-ধুঁকতে
যাচ্ছে বুঝি মরে,
এবার ফাঁসি দিতে হবে
ঘুষখোরদের ধরে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।