হায় যুবক
হায় যুবক
সাইয়িদ রফিকুল হক
হায়-হায় যুবক,
কোথায় তোমার ভাষা?
দেশের জন্য প্রতিবাদী খাসা!
এখন দেখি ডুবে আছো তুমি
একেবারে খিস্তি-খেউরে,
ভয়ে-লজ্জায় উঠছি আমি
বারেবারে শিউরে!
হায়-হায় যুবক,
দেশের এমন দুর্দিনে
কার কোলবালিশ হয়ে তুমি
ফিরছো নিজের সুদিনে!
লজ্জা তোমার মাটিচাপা
দিলে কবে?
একটু দেশপ্রেম কবে তোমার
জাগ্রত হবে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৯/০৭/২০১৬অনবদ্য!