কন্যা তুমি নারী না মূর্তি
কন্যা তুমি নারী না মূর্তি?
সাইয়িদ রফিকুল হক
কন্যা তোমার মুখে হাসি
কিন্তু চোখে মেঘ!
বুকের ভিতর প্রেম ছিল
কিন্তু এখন মরে গেছে!
কন্যা তোমার ভাষা সুন্দর
কিন্তু প্রেমের যোগ্য নয়!
কন্যা তুমি
নারী না মূর্তি?
কিছুই বুঝা যায় না!
বেদনার বালুচরে
হাঁটছো তুমি কতোকাল?
মুখে তোমার হাসি
কিন্তু চোখে মেঘ!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৭/০৭/২০১৬simply outstanding!
-
সজীব ১৭/০৭/২০১৬বাহ কবি খুব সুন্দর
-
পরশ ১৭/০৭/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ১৭/০৭/২০১৬sundor kobita...
-
গোপেশ দে ১৭/০৭/২০১৬সুন্দর
-
আরিফ মুহাম্মদ ১৭/০৭/২০১৬সুন্দর
-
স্বপ্নময় স্বপন ১৭/০৭/২০১৬চমৎকার বাঙময়তা !!!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৭/২০১৬বাহ! এস. রফিকুল
দারুণ