সবাই জাতে উঠতে চায়
সবাই জাতে উঠতে চায়
সাইয়িদ রফিকুল হক
ধোপার হাতে উঠলো যেদিন কাঁচি,
ভাবলো সবাই এবার কেমনে বাঁচি?
এবার বুঝি জাতটা যাবে, মানটা যাবে
আর যে যাবে কানটা,
বাড়াবাড়ি একটুখানি বেশি হলে
যেতেও পারে প্রাণটা!
সবাই বললো, “শোন্ রে বাবা ধোপা,
হঠাৎ কেন হইলি তুই এমনতর কোপা?
ফিরে যা তুই বাপ-দাদারই নিজের কাজে,
কাঁচি নিয়ে হাঁকাহাঁকি কেন করছিস বাজে!”
সবার সামনে ধোপা হেঁকে বললো শেষে,
“সবাই চায় যে জাতে উঠতে বাংলাদেশে!”
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপঞ্জয় চৌধুরী ১৫/০৭/২০১৬জেগে ওঠার এইতো সময়
-
নাবিক ১৫/০৭/২০১৬হুম সবাই জাতে উঠতে চায়
-
গোপেশ দে ১৫/০৭/২০১৬সুন্দর
-
স্বপ্নময় স্বপন ১৫/০৭/২০১৬চ্মৎকার!