www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লাশের মিছিল



লাশের মিছিল
সাইয়িদ রফিকুল হক

আর কত দীর্ঘ হবে এই লাশের মিছিল?
আর কত কাঁদবে মানুষ?
আর কত রক্তের দাগ শুকাতে-না-শুকাতে
রক্তে রঞ্জিত হবে আবার কালো-পীচঢালা রাজপথ?
আর কত তরুণী দেবে আত্মবলীদান?
একটি বোনের করুণ-মৃত্যু সইতে-না-সইতে
আমাদের বারবার দগ্ধ করছে আরেকটি বোনের
নির্মম-মৃত্যুর সকরুণ কান্নাধনি!
পিতার লাশ কবরে রাখতে-না রাখতে
লোকজন জড়ো করছি আবার ভাইয়ের জানাজা পড়তে!
কেউ কি আছে আমাদের আশেপাশে?
আর শুনবে আমাদের একটু করুণ-আকুতি,
নাকি সব চিরস্থায়ী-বধির হয়ে বসে আছে!

স্বজনের লাশের মিছিল কার এতো ভালো লাগে?
একদিকে ভাইয়ের লাশ! আরেক-দিকে বোনের লাশ!
একদিনে পিতামাতা দুজনে আবার লাশ!
চারদিকে এখন শুধু লাশ আর লাশ!
আর শুধু মানুষের লাশ।

আর কত লাশ হবে মানুষ?
তোমরা যারা লাশ-ব্যবসায়ী
কিংবা হত্যাকারী-পামর
এবার তোমরা ছেড়ে দাও আমাদের বাংলা।

আমাদের ভালো লাগে না এই লাশের মিছিল,
আমাদের আর ভালো লাগে না
ধর্ষিত-বোনের করুণ-মুখচ্ছবি,
একজন-দুজন নয়!
ধর্ষিত হয়েছে আমাদের শত-শত বোন,
স্বজনদের কাফনের কাপড় পরাতে-পরাতে
আজ আমরা বড় দিশেহারা,
আমাদের চোখের জলে ভিজে যায় ভাইয়ের কবর,
আমাদের চোখের জলে ডুবে যায় বোনের কবর,
আমাদের চোখের জলে ভেসে যায় পিতা-মাতার কবর!
আর কত লাশ দেখবো আমরা?
আর কত লাশ সইবো আমরা?
এবার বন্ধ করো তোমরা লাশের রাজনীতি।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৪/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রতিবাদের ভাষা
  • অঙ্কুর মজুমদার ১৬/০৭/২০১৬
    vabnata satti sundor
  • প্রিয় ১৫/০৭/২০১৬
    বন্ধু কবিতাটি সত্যি ভালো।
  • সজীব ১৫/০৭/২০১৬
    প্রতিবাদি কবিতা খুব ভাল হয়েছে
  • স্বপঞ্জয় চৌধুরী ১৫/০৭/২০১৬
    বাস্তবধর্মী একটি কবিতা
 
Quantcast