বুকের ভিতর ভয়ানক কষ্ট
বুকের ভিতর ভয়ানক কষ্ট
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর ভয়ানক কষ্ট
এতো কষ্টে ঘুম আসে না রাতে
তাই জেগে থাকি রাতদুপুরে,
কষ্টগুলো সজীব-তাগড়া হয়ে
বিনষ্ট করে লোভাতুর স্বপ্নরাজি
আর বিশ্বাস-দেহটাকে খায় কুরে-কুরে।
রাত-জাগা-পাখি হলে তবু হতো ভালো
চিরতরে ঘুমটাকে পাঠাতাম নির্বাসনে
এখন যে মানবদেহে ঘুম বড় প্রয়োজন,
মিথ্যার বেসাতি বাড়ছে দিনে-দিনে
আর ভণ্ডামির সীমাহীন উলঙ্গ-নৃত্যে
কেড়ে নিচ্ছে ঘুমের সকল আয়োজন!
আয় ঘুম, আয় ঘুম করে কাঁদছি কত
আর মনে-মনে পড়ছি শৈশবের ছড়া
তবু একটুখানি ঘুম দেয় নাকো ধরা!
ভণ্ডের দাপটে আর শয়তানের তাণ্ডবে
প্রস্রাবে ভরে গেছে স্বপ্নের জলাশয়
দু’চোখে ঘুম আসবে কবে বলুন মহাশয়?
কষ্টগুলো একেবারে লাল টকটকে
আর কী ভয়ানক গনগনে!
কষ্টের দাপটে পুড়ে-পুড়ে
কলিজা কাবাব হচ্ছে আনমনে!
আমার ঘুম আসে না রাতে
কষ্টের পাহাড় চেপেছে বুকে,
মনে শুধু প্রশ্ন একটাই—
আর কত মরবো ধুঁকে-ধুঁকে?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৪/২০১৬, মধ্যরাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ১৫/০৭/২০১৬nice1.....
-
মনীষ তালধী ১৫/০৭/২০১৬দারুন হয়েছে
-
সজীব ১৪/০৭/২০১৬সুন্দর
-
পরশ ১৪/০৭/২০১৬ভাল লেগেছে