বদ্ধ-হৃদয়
বদ্ধ-হৃদয়
সাইয়িদ রফিকুল হক
চেতনায় বালুর মাঠ,
বিশ্বাসে ঘাস!
তোমার সঙ্গে
কে করবে বসবাস?
অন্তরে ফুটেছে তোমার
বিষেরই কাঁটা!
জীবনে চলছে শুধু
মিথ্যারই জোয়ার-ভাটা।
হৃদয়ে তোমার
করবে কবে
গোলাপের চাষ?
বোঝে না কেন
মন তোমার?
ওই ধু-ধু বালুচরে
জমে শুধু অবিশ্বাস।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনীষ তালধী ১৫/০৭/২০১৬খুবই সুন্দর
-
অঙ্কুর মজুমদার ১৪/০৭/২০১৬vlo..
-
শ.ম. শহীদ ১৩/০৭/২০১৬খুব সুন্দর হয়েছে।
শুভেচ্ছা নিবেন কবি। -
সজীব ১৩/০৭/২০১৬ভাললাগল