www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি খুব ভালো নেতা



তুমি খুব ভালো নেতা!
সাইয়িদ রফিকুল হক

তুমি খুব ভালো নেতা!
একবছরে রাজনীতি করে
সরকারি-গম লোপাট করেছো
কমপক্ষে সাড়ে তিনশ’ মণ!
আর সরকারি কাজের চাউলগুলো
কালোবাজারে বিক্রি করেছো চুপিসারে!

তুমি খুব ভালো নেতা,
কে আছে আর তোমার মতো?
মাত্র একবছরে তোমার শনের ঘর
হয়ে গেছে চারতলা বিল্ডিং!
আরও দুইতলার কাজ আছে বাকী,
হয়ে যাবে, হয়ে যাবে সবই সময়মতো,
জনগণের সেবার জন্য আগে ঠিকঠাক করে নিচ্ছো
নিজের বাড়িঘর, আর বিস্তৃত করছো বাড়ির সীমানা!
আমরা সাধারণ মানুষ হলেও এখন বুঝতে পারছি:
আলাদীনের আশ্চর্য-প্রদীপ এসে গেছে তোমার হাতে!

তুমি খুব ভালো নেতা,
কে আছে আর তোমার মতো?
বাপ-দাদার শনের ঘরকে বানিয়েছো
মাত্র একটি বছরের সাধনায় চারতলা বিল্ডিং!
আরও আছে তোমার নিজের নামে তিনটি ফ্ল্যাট!
দেশের সেবক তুমি! আর দেশসেবা করতে গেলে
এসব তোমার নামেই রাখতে হবে,
আর ভক্ষক হলেও জনগণের রক্ষক তুমি!

তুমি এখন সবেমাত্র পার্টির ইউনিয়ন পর্যায়ের
একটা সহসভাপতি,
আর তাইতে তোমার এই স্ফীতি!
আর তুমি যেদিন ইউনিয়নের সভাপতি হবে
কিংবা উপজেলার সাধারণ সম্পাদক,
সেদিন হয়তো তুমি দখল করে নেবে
একটি আস্ত-গ্রাম!
আর হাঙ্গরের মতো গ্রাস করবে সবকিছু,
তোমরা এখন জীবন্ত-কুমীর হয়ে উঠছো,
তবু তুমি খুব ভালো নেতা!

তুমি খুব ভালো নেতা,
তোমার নাম শুনলে ভয়ে কাঁপে
অষ্টাদশী-কিশোরী-তরুণী-যুবতী,
আরও কাঁপে এই বাংলার পদ্মা, মেঘনা, যমুনা,
আর শীতলক্ষ্যা-সহ ঢাকার বুড়িগঙ্গা!
এরা সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকে,
কখনও যেন তুমি ওদের দখল করে নেবে,
নদী-নালা, খাল-বিল তো তোমাদের পৈতৃক সম্পত্তি,
তোমাদের উত্থান বুঝি নদী থেকে মানুষখেকো কুমীরের মতো।
তুমি এখন নদীদখলকারী-ভূমিদস্যু!
আর তোমার বুকের পাটা খুব বেশি
তাই, তুমি এযাবৎ মানুষখুন করেছো দুই-তিনটা!
আর তোমার হাতে আছে সবসময় অস্ত্রশস্ত্র,
আর সেই ভয়ানক অস্ত্রের জোরে
তুমি নিজগ্রামের সবচেয়ে নিরীহ-ভূমিহীন
আর চিরঅভাবী সাদেক-কামলার
একটিমাত্র সম্বল-অবলম্বন:
একখানি ছোট্ট ভিটেমাটি ভালোবেসে কেড়ে নিয়েছো!
তুমি মানুষকে খুব ভালোবাসতে জানো!
আর তুমি স্কুলের জমি,
স্কুল-কলেজের পুকুরগুলো
লিজ নেওয়ার নামে
নিজের নামে গড়ে তুলেছো বিশাল এক খামারবাড়ি!
আর আস্তে-আস্তে একদিন তুমি
এই স্বাধীন বাংলার ঘুষখোর সাবরেজিস্টার, কানুনগো,
তহশীলদারদের হাত করে একদিন সকালে
সব লিখে নিবে তোমার নিজের নামে,
আর তোমার পকেটে থাকে এমন কত জ্যান্ত এসি-ল্যান্ড!
তুমি খুব ভালো নেতা,
আর তাই, সমানে চলছে তোমার দেশসেবা!
মহাসুখে বেঁচে থাকো তোমরা,
না-না, আমি না বললেও
এই দেশে তোমরা বেঁচে থাকবে বহাল তবিয়তে,
আর তোমাদের নামে হবে জয়ধ্বনি প্রতিনিয়ত!
কারণ, তোমরাই তো এই বাংলার একমাত্র ভবিষ্যৎ।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০৪/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মনীষ তালধী ১৫/০৭/২০১৬
    খুব খুব ভালো হয়েছে
  • ওহ!!
  • অঙ্কুর মজুমদার ১৩/০৭/২০১৬
    vlo......
 
Quantcast