www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার হাসি দেখবো বলে


তোমার হাসি দেখবো বলে
সাইয়িদ রফিকুল হক

চাতকপাখির মতো কী এক আশায় বসে থাকি
দিনান্তে দেখবো তোমার মুখের হাসি,
সারাটি দিন কেটে যায় অপেক্ষার প্রহর গুনে
কখন বলবো তোমায় একটু ভালোবাসি!
তোমার হাতের একটু ছোঁয়া পেতাম যদি
একনিমিষে হয়ে যেতাম আমি ধন্য,
একটুখানি ভালোবাসা জাগবে কি এই দুনিয়ায়
তোমার মনে শুধু এই আমার জন্য?

তোমার মুখের মধুর হাসি দেখতে পেলে
মেঘ জমবে না আমার মনের আকাশে,
কদমফুলের মতো তোমার মনোলোভা হাসি
ভেসে আসে ঘ্রাণ যেন তাই বাতাসে!
দিনটি আমার কেটে যায় কঠিন-সংগ্রামে
তোমার হাসি দেখবো-দেখবো করে,
কত যে আশায় বুক বেঁধে বসে থাকি
তবু যে মেঘ জমে মনের আকাশ-ভরে!

আকাশের তারার সাথে ভাব জমালে এতোদিনে
একটি তারা দেখা করতো আমার সঙ্গে,
তুমি এমনই অধরা হলে আমার কাছে
তবু তো আমি দেবো না রণে ভঙ্গে!
তোমার মুখের মধুর হাসি দেখবো বলে
বসে আছি আশা নিয়ে চাতকপাখি হয়ে,
এবার বন্ধু তুমিই দাও না বলে হাসিমুখে
কবে পাবো তোমায় আরও দুঃখ সয়ে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৪/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপ্নময় স্বপন ১১/০৮/২০১৬
    অনবদ্য!
  • নাবিক ১১/০৭/২০১৬
    Very Nice...
  • প্রিয় ১১/০৭/২০১৬
    কবিতা ও ছবি,
    দুয়েই ভাল হয়েছে কবি।
  • ওহ! হৃদয় ছোঁয়া আর মনমাতানো কবিতা।
    • চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
 
Quantcast