www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কত যে আশা ছিল

কত যে আশা ছিল
সাইয়িদ রফিকুল হক

কত যে আশা ছিল
পাবো তোমার ভালোবাসা,
একটু হাসি একটু গানে
জমবে ভালো-তামাশা!
তোমার মুখে দেখেছিলাম
কী যে মধুর আলো,
জানি না বন্ধু কেমনে
তোমারে বেসেছি ভালো!
তোমার মুখের হাসিটুকু
ছিল যে এতো প্রিয়,
তাইতো জোরে বলেছিলাম
একটু ভালোবাসা দিয়ো।
ভালোবাসা পাইনি বলে
দুঃখ নাই মনে,
দুঃখ শুধু এই আমার
তুমি উপহাস করলে জনে-জনে।
কী এমন অপরাধ আমার
কিছুই পারিনি বুঝতে,
দশটি বছর কেটেছে আমার
তোমার হাসির মাধুর্য খুঁজতে!
এতো ভালোবেসেছিলাম বন্ধু
আজ আর বলবো কাকে,
আজও এই পোড়া-মনটা
চায় যে শুধু দেখতে তাকে!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৪/২০১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর বর্ণনা
  • মনীষ তালধী ১১/০৭/২০১৬
    তোমার মনের কাছে আরো ডুব গভীরতা চাই,
    তোমার চোখের নীলে আরো যে নিবীড় কথা চাই।
  • অঙ্কুর মজুমদার ১১/০৭/২০১৬
    besh vlo
  • দেবজ্যোতিকাজল ১০/০৭/২০১৬
    ভাল ্
  • haire valobasa
  • প্রিয় ১০/০৭/২০১৬
    আপনার আগের কবিতাটি থেকে অনেক ভাল এই কবিতাটি।
 
Quantcast