কত যে আশা ছিল
কত যে আশা ছিল
সাইয়িদ রফিকুল হক
কত যে আশা ছিল
পাবো তোমার ভালোবাসা,
একটু হাসি একটু গানে
জমবে ভালো-তামাশা!
তোমার মুখে দেখেছিলাম
কী যে মধুর আলো,
জানি না বন্ধু কেমনে
তোমারে বেসেছি ভালো!
তোমার মুখের হাসিটুকু
ছিল যে এতো প্রিয়,
তাইতো জোরে বলেছিলাম
একটু ভালোবাসা দিয়ো।
ভালোবাসা পাইনি বলে
দুঃখ নাই মনে,
দুঃখ শুধু এই আমার
তুমি উপহাস করলে জনে-জনে।
কী এমন অপরাধ আমার
কিছুই পারিনি বুঝতে,
দশটি বছর কেটেছে আমার
তোমার হাসির মাধুর্য খুঁজতে!
এতো ভালোবেসেছিলাম বন্ধু
আজ আর বলবো কাকে,
আজও এই পোড়া-মনটা
চায় যে শুধু দেখতে তাকে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৪/২০১৬
সাইয়িদ রফিকুল হক
কত যে আশা ছিল
পাবো তোমার ভালোবাসা,
একটু হাসি একটু গানে
জমবে ভালো-তামাশা!
তোমার মুখে দেখেছিলাম
কী যে মধুর আলো,
জানি না বন্ধু কেমনে
তোমারে বেসেছি ভালো!
তোমার মুখের হাসিটুকু
ছিল যে এতো প্রিয়,
তাইতো জোরে বলেছিলাম
একটু ভালোবাসা দিয়ো।
ভালোবাসা পাইনি বলে
দুঃখ নাই মনে,
দুঃখ শুধু এই আমার
তুমি উপহাস করলে জনে-জনে।
কী এমন অপরাধ আমার
কিছুই পারিনি বুঝতে,
দশটি বছর কেটেছে আমার
তোমার হাসির মাধুর্য খুঁজতে!
এতো ভালোবেসেছিলাম বন্ধু
আজ আর বলবো কাকে,
আজও এই পোড়া-মনটা
চায় যে শুধু দেখতে তাকে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/০৪/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১১/২০২৩সুন্দর বর্ণনা
-
মনীষ তালধী ১১/০৭/২০১৬তোমার মনের কাছে আরো ডুব গভীরতা চাই,
তোমার চোখের নীলে আরো যে নিবীড় কথা চাই। -
অঙ্কুর মজুমদার ১১/০৭/২০১৬besh vlo
-
দেবজ্যোতিকাজল ১০/০৭/২০১৬ভাল ্
-
মেহেদী হাসান (নয়ন) ১০/০৭/২০১৬haire valobasa
-
প্রিয় ১০/০৭/২০১৬আপনার আগের কবিতাটি থেকে অনেক ভাল এই কবিতাটি।