ছাগলগুলো খাচ্ছে দেশের মাথা
ছাগলগুলো খাচ্ছে দেশের মাথা
সাইয়িদ রফিকুল হক
ছাগলগুলো দিচ্ছে গায়ে
পোশাক অনেক দামি,
ভাবলো ছাগল একনিমিষে
মানুষ হবে নামি!
এই না ভেবে ছাগলগুলো
যাচ্ছে বুটিক-শপে,
এবার বুঝি ছাগলামশাই
উঠবে সবার টপে!
রঙ-বেরঙের জামা গায়ে
ঘুরছে কত ছাগল,
ছাগলাগুলোর ভেল্কি দেখে
হচ্ছে মদন পাগল!
এই সমাজে ছাগল কত
ভাবছে কিনা সুধী,
নাকি সবাই নেশার ঘোরে
কাটছে জাবর চক্ষু মুদী!
ছাগলগুলো খেতে-খেতে
খাচ্ছে দেশের মাথা,
ছাগলামি আর পাগলামিতে
লাগছে বুকে ব্যথা!
এতো ছাগল এই দেশেতে
এলো কেমন করে?
ছাগলগুলো রাখ্ না সবাই
ছাগলাখানায় ধরে!
দামি-পোশাক দামি-খাবার
হয় না মাপের কাঠি,
পাগলা-ছাগল দেখতে পেলে
হাতে নিবে লাঠি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
ছাগলগুলো দিচ্ছে গায়ে
পোশাক অনেক দামি,
ভাবলো ছাগল একনিমিষে
মানুষ হবে নামি!
এই না ভেবে ছাগলগুলো
যাচ্ছে বুটিক-শপে,
এবার বুঝি ছাগলামশাই
উঠবে সবার টপে!
রঙ-বেরঙের জামা গায়ে
ঘুরছে কত ছাগল,
ছাগলাগুলোর ভেল্কি দেখে
হচ্ছে মদন পাগল!
এই সমাজে ছাগল কত
ভাবছে কিনা সুধী,
নাকি সবাই নেশার ঘোরে
কাটছে জাবর চক্ষু মুদী!
ছাগলগুলো খেতে-খেতে
খাচ্ছে দেশের মাথা,
ছাগলামি আর পাগলামিতে
লাগছে বুকে ব্যথা!
এতো ছাগল এই দেশেতে
এলো কেমন করে?
ছাগলগুলো রাখ্ না সবাই
ছাগলাখানায় ধরে!
দামি-পোশাক দামি-খাবার
হয় না মাপের কাঠি,
পাগলা-ছাগল দেখতে পেলে
হাতে নিবে লাঠি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১১/২০২৩বেস্ট
-
প্রিয় ০৯/০৭/২০১৬কি ছাগল ছাগল করেছেন মশাই ,রূপক জানেন না তো দেন কেন!!!!!