আমার একটা আকাশ ছিল
আমার একটা আকাশ ছিল
সাইয়িদ রফিকুল হক
আমার একটা আকাশ ছিল
দেখতে অনেক ভালো,
হৃদয়ভরা মেঘ ছিল না
ফুটতো শুধু আলো।
স্বপ্নরঙের অনেক ভেলা
ভাসতো আকাশটাতে,
মনগহীনের বাধা-ভেঙে
যেতাম সেখানটাতে।
রঙিন-ঘুড়ি প্রজাপতি
উড়তো আকাশপানে,
অনেক সুন্দর দিন যে আমার
কাটতো গভীর ধ্যানে।
হঠাৎ দেখি আকাশটাতে
মেঘের আনাগোনা,
মেঘগুলোকে চিনতে পারি
সবই জানাশোনা!
মেঘ ছিল না আকাশ ছিল
সবই ছিল ভালো,
আলোয় ভরা আকাশখানি
হয়ে গেল কালো!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৬/২০১৬
সাইয়িদ রফিকুল হক
আমার একটা আকাশ ছিল
দেখতে অনেক ভালো,
হৃদয়ভরা মেঘ ছিল না
ফুটতো শুধু আলো।
স্বপ্নরঙের অনেক ভেলা
ভাসতো আকাশটাতে,
মনগহীনের বাধা-ভেঙে
যেতাম সেখানটাতে।
রঙিন-ঘুড়ি প্রজাপতি
উড়তো আকাশপানে,
অনেক সুন্দর দিন যে আমার
কাটতো গভীর ধ্যানে।
হঠাৎ দেখি আকাশটাতে
মেঘের আনাগোনা,
মেঘগুলোকে চিনতে পারি
সবই জানাশোনা!
মেঘ ছিল না আকাশ ছিল
সবই ছিল ভালো,
আলোয় ভরা আকাশখানি
হয়ে গেল কালো!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৬/২০১৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৪/২০২৩অনবদ্য!
-
স্বপ্নময় স্বপন ০১/০৮/২০১৬আমারও কিন্তু ছিল তবে সেটা ভীষণ কালো! অনেক অনেক সুন্দর!!
-
গোপেশ দে ০৩/০৭/২০১৬দারুন লিখেছেন
-
মনীষ তালধী ০১/০৭/২০১৬ভালো লাগল
-
অঙ্কুর মজুমদার ০১/০৭/২০১৬nice1