www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেই সে বারুদের গন্ধ

যুদ্ধ দেখেছি মানুষে মানুষে
যুদ্ধ হয়েছে দেশে ও দেশে
এ বিশ্বযুদ্ধ মানুষে অদৃশ্যে;

নেই সে বারুদের উগ্র গন্ধ
তবু গোটা পৃথিবী যেন স্তব্দ
মানুষ ঘর বন্দী, কারারুদ্ধ।

আকাশেও উড়ছে না বিমান
অদৃষ্ট বোমায় নিঃশেষ প্রাণ
অস্থির মানুষ চোখ মুখ ম্লান;

পৃথিবীর সব শক্তিধর দেশ
মারণাস্ত্রের যেথা নেই শেষ
সব বিকল নেই আর লেশ।

ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক ভাইরাস
বিঞ্জানের সে অর্জন উচ্ছ্বাস
গলা টিপেই করছে বিনাশ;

প্রকৃতির মগজে জ্ঞান সুপ্ত
মুহূর্তেই কাবু বিশ্ব, কম্পিত
এত দক্ষ তার সৈন্য সামন্ত।

নিরর্থক সকল দম্ভ, বড়াই
জীবনের যত চরাই উৎরাই
প্রাপ্তি শুধু ঐ মাটির ঘরটাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast