www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোর নাম নাকি এডিস

চোখেই দ্যাখি না তোকে
তোর নাম নাকি এডিস;
সবাই যে ভয়ে ভয়ে থাকে
তুই বাবা কতই পারিস্।

জন্ম তোর পরিস্কার জলে
মুখে তবু শুধু যেন বিষ;
শিশু, বুড়ো যাকেই পেলে
তাকেই কামড়ে দিস।

চতুর্পাশে কত বোমা ফাটে
মানুষ তো পায় না ভয়;
মুখে কিছু বলিস না মোটে
তবু যে তোকে ভয় হয়।

সব্বাই বলে তুই নাকি ভদ্র
শুনিস না মন্ত্রীদের কথা;
হঠাৎই তুই হয়ে যাস রুদ্র
দিস জ্বর, সর্বাঙ্গে ব্যথা।

কেড়েও নিস মা বাবা ভাই
কারো বোন, কত কচি;
করিস কত যে সংসার ছাই
ভদ্রের এ কেমন রুচি ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast