www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্বাক অভিমানী নজরুল

‘আমি চিরতরে দূরে চলে যাবো তবু
আমারে দেব না ভুলিতে’ কথাটি যার;
দ্রোহে আর প্রেমে তাই কখনো সে কভু
সরে নি এক পা, মূর্ত প্রতীক নিষ্ঠার।
ধুমকেতুর মতই অগ্নিবীণা হাতে
সংগ্রামে কাটে তাঁর সারাটি জীবন;
দুঃশাসন ও শোষণ থেকে মুক্তি দিতে
ছিলে নির্ভীক, সহেও শত নির্যাতন।

চিরদিন কাটে যার কষ্ট অনটনে
দারিদ্রের কষাঘাতে কাবু নয় যেন;
জীবিকার দায়ে তাই হৃদয়ে মননে
ক্লান্তি নেই হলে সেনা শ্রমিক কখনো।
শৈশব কৈশোর কাটে শত দুঃখ মাঝে
শেষে নির্বাক অভিমানী জীবন সাঁঝে।

চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast