www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফণী

ফণী তুমি যেন সাপের ফণা হয়ে এলে
কে জানে কাকে হারাবো তোমার ছোবলে;
কতই না প্রস্তুতি তবে বাঁচার, মানুষের
তুমি যে মারাত্মক এক আতন্ক সে ভয়ের।


সাপ যেমনটি ফণা তুলে আসে ধেয়ে
তুমিও তেমনটি যেন আসছো সাগর বেয়ে;
অস্থির উপকুল-বাসী ভারত বাংলাদেশ
যেই মাতাল তুফান, ভাবি এই বুঝি শেষ।


বৈশাখ এলেই কেন হও নিষ্ঠুর মাতাল
অথচ মানুষ বুনে স্বপ্ন গজাবে জীবনে ডাল;
ভয়ে গরিবেরা ছেড়েছে ছোট্র জীর্ণঘর
গরু-ছাগল, হাঁস-মুরগীর মনেও কত ডর।


মে ৩, ২০১৯
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৫০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৫/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast