www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঝরে গেলো আরো একটি বসন্ত

ঝরে গেলো আরো একটি বসন্ত জীবন থেকে
ভুলে সব ব্যর্থতার গ্লানি উড়াই নূতন কেতন;
করবো না দোষারোপ, ফেলে আসা সময়কে
এতটুকু আশা সম্ভাবনার দ্বার হোক উম্মোচন।

করি ক্ষমা প্রার্থনা, জমেছে অগণিত পাপরাশি
করি অঙ্গীকার হই উদ্বুদ্ধ দেশ ও দশের প্রেমে;
আর তবে না ভাবি নিজের কথাটিই খুব বেশি
ভাবি শান্তি সুখ-সমৃদ্ধি সকলের যারা এ ভূমে।

এ যেন সুযোগ পেয়েছি আবারো একটি বছর
করবো সংশোধন করবো নিজেকে পরিবর্তন;
বহু বসন্ত হয়েছে পার, করি আল্লাহর শোকর
পরিশুদ্ধ চেতনায় যেন জীবনখানি হয় নবায়ন।

এ তো সময়ের ডাক, নববর্ষের নূতন প্রভাত
সোনালি উষা যেন হয় নূতন প্রাণের সঞ্চারণ;
নূতন প্রহরে ছোট বড় না ভেবে, বাড়াই হাত
হোক উদ্ভাসিত নবদীপ্তিতে, এক নব জাগরণ।

Saturday, December 30, 2017
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ০১/০১/২০১৮
    সব পাপরাশি মুছে যাক, বিজয়ী হোক নতুন অঙ্গীকার! শুভ নববর্ষ ...
 
Quantcast