বিয়োগ
ছিলেম তো আঁধারেই তুমি নিয়ে এলে
লালিত পালিত হতে সঁপো মার কোলে;
মমতা আদরে বড়ো, পাই কত যত্ন
রক্ত মাংস এক খণ্ড তবু আমি রত্ন।
পেলাম মগজ যাকে তবে জ্ঞান বলি
দিলে স্বপ্ন যার হাত ধরে পথ চলি;
শস্য ভরা মাঠ দিলে বৃক্ষে ফুল ফল
পাখিদের সুর গানে মুখর ভূতল।
অতোসব আয়োজনে সমৃদ্ধ জীবন
দিলে গ্রহ, চাঁদ তারা, সুন্দর ভুবন;
হৃদয়ে যোগাও শক্তি ভাঙ্গে যদি মন
বাঁধা বিপত্তি উঁপড়ে ফেলি, করি রণ।
তবু সে কী অপরাধ সবার জীবনে
শেষে মৃত্যু উপহার শত আয়োজনে।
সে কি আড়ম্বরে পূর্ণ হয় অভিলাষ
জীবন সঙ্গী যেন হৈ হুল্লোড় উচ্ছ্বাস;
এত আয়োজন এত সে লালসা ভোগ
ক্ষণিক বিলম্ব নয়, মুহূর্তে বিয়োগ।
লালিত পালিত হতে সঁপো মার কোলে;
মমতা আদরে বড়ো, পাই কত যত্ন
রক্ত মাংস এক খণ্ড তবু আমি রত্ন।
পেলাম মগজ যাকে তবে জ্ঞান বলি
দিলে স্বপ্ন যার হাত ধরে পথ চলি;
শস্য ভরা মাঠ দিলে বৃক্ষে ফুল ফল
পাখিদের সুর গানে মুখর ভূতল।
অতোসব আয়োজনে সমৃদ্ধ জীবন
দিলে গ্রহ, চাঁদ তারা, সুন্দর ভুবন;
হৃদয়ে যোগাও শক্তি ভাঙ্গে যদি মন
বাঁধা বিপত্তি উঁপড়ে ফেলি, করি রণ।
তবু সে কী অপরাধ সবার জীবনে
শেষে মৃত্যু উপহার শত আয়োজনে।
সে কি আড়ম্বরে পূর্ণ হয় অভিলাষ
জীবন সঙ্গী যেন হৈ হুল্লোড় উচ্ছ্বাস;
এত আয়োজন এত সে লালসা ভোগ
ক্ষণিক বিলম্ব নয়, মুহূর্তে বিয়োগ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ১৫/১১/২০১৭Darun
-
মিটন বনিক বাবু ১৪/১১/২০১৭রবীন্দ্র অবয়বে রচিত কবিতা সত্যিই মুগ্ধ করেছে।
-
সুজয় সরকার ১৪/১১/২০১৭বিয়োগে কি শেষ হয় জীবন
থেকে যায় স্মৃতি
থেকে যায় ভালোবাসা
প্রেম এবং প্রীতি। -
সোলাইমান ১৪/১১/২০১৭সুরে সুরে ছন্দে ছন্দে সুন্দর কাব্যগাথা।
বেশ ভাল লাগল প্রিয় কবি