একদিন
তবুও তো জীবনখানি চলছে ধেয়ে
স্বপ্ন কল্পনা ভাবনা শত
বাঁধছে বাসা হৃদয়ে যত
জোর করে হাসছি কিছুই না পেয়ে।
জগতে কারো কথা, কেউ না শুনে
নীরবে সহি সকল ব্যাথা
মুখে ফুটে না কোন কথা
রণিত হয় কান্না শব্দ অন্তর কোণে।
তবু চলছি পথ জীবন ঝুলেই কাঁধে
সাধ আহ্লাদ চাপা পাথরে
সর্বদাই কেঁদে কেঁদে মরে
কখনো ঝড় কবলে, নানান ফাঁদে।
মনে হয় জীবনগুলো বালিতে গড়া
ভাঙ্গে কখনো বা প্লাবনে
ঘুরছি আমরা নশ্বর ভুবনে
একদিন ঐ মৃত্যু আসে, হাতে কড়া।
স্বপ্ন কল্পনা ভাবনা শত
বাঁধছে বাসা হৃদয়ে যত
জোর করে হাসছি কিছুই না পেয়ে।
জগতে কারো কথা, কেউ না শুনে
নীরবে সহি সকল ব্যাথা
মুখে ফুটে না কোন কথা
রণিত হয় কান্না শব্দ অন্তর কোণে।
তবু চলছি পথ জীবন ঝুলেই কাঁধে
সাধ আহ্লাদ চাপা পাথরে
সর্বদাই কেঁদে কেঁদে মরে
কখনো ঝড় কবলে, নানান ফাঁদে।
মনে হয় জীবনগুলো বালিতে গড়া
ভাঙ্গে কখনো বা প্লাবনে
ঘুরছি আমরা নশ্বর ভুবনে
একদিন ঐ মৃত্যু আসে, হাতে কড়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৬/০৩/২০১৭মর্ম স্পর্শ করেছে!
-
আহমাদ সাজিদ ০৬/০৩/২০১৭দারুন...
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৩/২০১৭ভালো হয়েছে।
-
পরশ ০৬/০৩/২০১৭বিষয়টি ভাল লাগলো
-
সাবিরা শাওন ০৬/০৩/২০১৭ভালো লাগলো ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৩/২০১৭অনবদ্য।