এক ঝাঁক হাইকু ৩০
(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)
এক
শহর ঢাকা
মানুষের প্লাবন
আমি যে একা।
দুই
আত্ম গরিমা
টানে ধ্বংসের দিকে
কে জানে সীমা।
তিন
ঐ রবি এলে
হাসে ভুবন, কাঁদে
বিদায় নিলে।
চার
চোখের জলে
ভাসে যে অবিরত
পাপের ফলে ?
পাঁচ
কত গুঞ্জন
প্রজাপতি মোমাছি
নেই চিন্তন।
ছয়
একটু হাসো
এ যেন যাদু মন্ত্র
মুঠোয় বিশ্ব।
এক
শহর ঢাকা
মানুষের প্লাবন
আমি যে একা।
দুই
আত্ম গরিমা
টানে ধ্বংসের দিকে
কে জানে সীমা।
তিন
ঐ রবি এলে
হাসে ভুবন, কাঁদে
বিদায় নিলে।
চার
চোখের জলে
ভাসে যে অবিরত
পাপের ফলে ?
পাঁচ
কত গুঞ্জন
প্রজাপতি মোমাছি
নেই চিন্তন।
ছয়
একটু হাসো
এ যেন যাদু মন্ত্র
মুঠোয় বিশ্ব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০১/২০১৭বেশ দক্ষ হয়ে উঠেছ।
-
মনিরুজ্জামান শুভ্র ১২/০১/২০১৭চমৎকার হাইকু... অনেক ভাল লাগলো কবি বন্ধু। শুভেচ্ছা রইলো।
-
পরশ ১২/০১/২০১৭বেশ হয়েছে
-
মোহাম্মদ সফিউল হক ১২/০১/২০১৭বাহ্
-
মোহাম্মদ সফিউল হক ১২/০১/২০১৭সুন্দর