www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অণুকাব্য এক ঝাঁক ৪৮

১। মশা মাছির হৈ চৈ
গ্রীষ্ম ও বর্ষা শরত আর হেমন্তে
মশা মাছির হৈ চৈ সকল প্রান্তে;
রাজপথে আবর্জনা স্তূপ ও দুর্গন্ধ
কীট পতঙ্গের নাচানাচি আনন্দ।

২। আজ নির্বাসনে
অশান্তি, দুঃখ-কষ্ট মানুষের মনে
সততা ও মমতা আজ নির্বাসনে;
অদ্ভুত আতঙ্কের ছায়া ঘরে ঘরে
দুষ্টু রাজত্ব যেন দেশখানি জুড়ে।

৩। কত যে রং তার
চোখগুলো যেন মনের কথা বলে
শোকে আবার উপচে উঠে জলে;
ক্রোধে যেন সে চোখ দৃষ্টি হারায়
কত যে রং তার পলকে বদলায়।

৪। এসেছি কোথায়
সব কিছু ফেলে, এসেছি কোথায়
ছুটাছুটি কত আনন্দ সেই বেলায়;
সবি তা, সাজানো হৃদয়ের ভাঁজে
আজ আর নেই, তবু উঠে বেজে।

৫। ফুটুক এ মুখে হাসি
চেয়েছে যারা ফুটুক এ মুখে হাসি
করেছি অনাদর দাঁতে দাঁত পিষি;
হতো খুশি পেত সুখ আমার সুখে
না প্রীতি, কখনো জড়াই নি বুকে।

৬। আজিকার এ বসুন্ধরা
সভ্যতার যুগেও আজিকার বসুন্ধরা
মন্দির সম এ হৃদয় হিংস্রতায় ভরা;
মানুষ করে ভাঙচুর মানুষের হৃদয়
নেই প্রীতি মূল্যবোধ, শুধু যেন ভয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৫/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast