মানব ধন
ধরিত্রীর বুকে যে প্রাণের জন্ম আজ
নেই বোধ কি এ বিশ্বাস আশ্বাস
কেবা ভবে ভরসা তার।
মাতৃত্বের স্বপ্ন মাঠ আর প্রকৃতি রাজ
অস্তিত্ব যার শুধু ঐ শ্বাস প্রশ্বাস
প্রতীক সে নির্মলতার।
কই রত্তি ক্ষমতা, সেই নবজাতকের
নেই মুখে কথা কান্না তার ভাষা
যেন বড় দরিদ্র নিঃস্ব;
কি হয় পান্নাতে, কি জ্বালা কন্টকের
হৃদয় সরল, নেই লোভ, লালসা
কিবা এ রঙ মাখা বিশ্ব।
অনুভূতির রাজ, বুঝে বুকের উষ্ণতা
বুঝতে পারে মার হৃদয় স্পন্দন
কি সাধ্য মাপে গভীরতা।
বুঝে না শত্রুতা, জানে কই হিংস্রতা
না মান অভিমান কি স্বচ্ছ মনন
তাই সে সবার মমতা।
জাত পাতে বিরাজ বিশ্রী ভেদাভেদ
বড় হতেই বাসা বাঁধে কপটতা
রয় না আর নির্মল মন;
জীবন দৌড়ে জন্ম হয় হিংসা জেদ
মানুষে আর থাকে না মানবতা
শিশুমনই তো মানব ধন।
অতো সিধে হতো যদি, আজ সবে
হতো বলীয়ান মানবতা ধনে
যদি ঘৃণা ক্রোধ দূরে;
ভরে যেত সমাজ সৌহার্দ্য সৌরভে
জন্ম নিতো প্রেম হৃদয় কোণে
অপকর্ম ছাই হতো পুড়ে।
(শিশু দিবস উপলক্ষে)
নেই বোধ কি এ বিশ্বাস আশ্বাস
কেবা ভবে ভরসা তার।
মাতৃত্বের স্বপ্ন মাঠ আর প্রকৃতি রাজ
অস্তিত্ব যার শুধু ঐ শ্বাস প্রশ্বাস
প্রতীক সে নির্মলতার।
কই রত্তি ক্ষমতা, সেই নবজাতকের
নেই মুখে কথা কান্না তার ভাষা
যেন বড় দরিদ্র নিঃস্ব;
কি হয় পান্নাতে, কি জ্বালা কন্টকের
হৃদয় সরল, নেই লোভ, লালসা
কিবা এ রঙ মাখা বিশ্ব।
অনুভূতির রাজ, বুঝে বুকের উষ্ণতা
বুঝতে পারে মার হৃদয় স্পন্দন
কি সাধ্য মাপে গভীরতা।
বুঝে না শত্রুতা, জানে কই হিংস্রতা
না মান অভিমান কি স্বচ্ছ মনন
তাই সে সবার মমতা।
জাত পাতে বিরাজ বিশ্রী ভেদাভেদ
বড় হতেই বাসা বাঁধে কপটতা
রয় না আর নির্মল মন;
জীবন দৌড়ে জন্ম হয় হিংসা জেদ
মানুষে আর থাকে না মানবতা
শিশুমনই তো মানব ধন।
অতো সিধে হতো যদি, আজ সবে
হতো বলীয়ান মানবতা ধনে
যদি ঘৃণা ক্রোধ দূরে;
ভরে যেত সমাজ সৌহার্দ্য সৌরভে
জন্ম নিতো প্রেম হৃদয় কোণে
অপকর্ম ছাই হতো পুড়ে।
(শিশু দিবস উপলক্ষে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্রী পলাশ চ্ন্দ্র দাস ২৩/০৩/২০১৬খুব সুন্দর।
-
জয় শর্মা ২৩/০৩/২০১৬চমৎকার!
-
মনিরুজ্জামান জীবন ১৯/০৩/২০১৬অসাধারণ
-
অভিযান পাল ১৯/০৩/২০১৬ভালো লাগল আপ নার কবিতা । শুভেচ্ছা জানাই ।
-
নির্ঝর ১৯/০৩/২০১৬সবারই এই রকম হওয়া উচিত
-
দেবজ্যোতিকাজল ১৮/০৩/২০১৬শিশুরা কাদামাটির মত, যেমন করে গড়বে তেমনই হবে
-
অভিষেক মিত্র ১৮/০৩/২০১৬দারুণ!
-
প্রদীপ চৌধুরী. ১৭/০৩/২০১৬বা সুন্দর প্রকাশ