www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারী


তিলে তিলে, গড়ে উঠেছিল
নব্য কুঁড়ি যার হাতদু’টি ধরি;
রঙ বাগিচায় ফুল ফুটেছিল
ফুটিয়েছিল, সেহি তো নারী।

কিবা সাধ্য ছিল, গর্ব করার
প্রেরণায় যার, সে তুমি আমি;
বিজয় হাসি, হাতে তলোয়ার
প্রস্তুত, উদ্যত চূর্ণে নম্র ভূমি।

মমতা জন্ম দিলে হৃদয় বুকে
পেলাম কত যে আলো শিখা;
গুঁজে দিলে মুঠোয় পৃথিবীকে
তার আঁকা ছবি মাধুরী মাখা।

স্থলে ও জলে, আকাশে নারী
সংসার জীবনেরও চাবিকাঠি;
অধিকারে তাদের পাল্লা ভারী
সম ক্ষমতায় কার কিবা মাটি।  
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৩/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast