www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বসন্তের ছবি


বর্ণিল আনন্দ নিয়ে এলো যে বসন্ত
তাপদ্রোহে তার, করে পলায়ন শীত;
নূতন পল্লবে বৃক্ষ ডাল সুশোভিত
চারিদিকে কোকিলের কুহু কুহু গীত।
আমের বাগান মৌ মৌ গানে মুখরিত
ফুটে চামেলী গোলাপ জুই কৃষ্ণচূড়া;
মধু আহরণে ব্যস্ত প্রজাপতি শত
সুরভিত অপরূপা সাজে যেন ধরা।

বসন্ত বরণে নারী হলুদ শাড়িতে
আনন্দ উল্লাস বহে সকল হৃদয়ে;
বিমুগ্ধ তবে মানুষ, স্রষ্টার কলাতে
প্রকৃতির এ কি মায়া বন্ধন বলয়ে।
মৃদুমন্দ সমীরণে পুষ্প নৃত্য তালে
পাখিরাও গায় বউ কথা কও বলে।


চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল::কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast