আজকাল দাদু মনি
দাদু মনি হাটতে শিখেনি এখনো
হামাগুড়ি দিয়ে এঘর ওঘর বিচরণ তার;
খুঁজে বেড়ায় নব নব খেলনা যেন
বগলে ধরলে, কি নেশা দিগ্বিদিক ছোটার।
দাঁড়াতে গিয়ে পেলে একটু ব্যথা
মায়াবী ঐ চোখ দু’টি অশ্রুতে একাকার;
এখন যেন বুঝতে পারে সব কথা
খেলায় সাথি আমি, বিস্বাদ তখন খাবার।
উঠোনে যেই, দূরের ঐ চন্দ্র তারা
কোমল হাত নেড়ে নেড়ে আসতে ডাকে;
কাছাকাছি কেউ, দাদুর হাত নাড়া
বড় হলে খুঁজবে কি আমায় নক্ষত্রলোকে ?
হামাগুড়ি দিয়ে এঘর ওঘর বিচরণ তার;
খুঁজে বেড়ায় নব নব খেলনা যেন
বগলে ধরলে, কি নেশা দিগ্বিদিক ছোটার।
দাঁড়াতে গিয়ে পেলে একটু ব্যথা
মায়াবী ঐ চোখ দু’টি অশ্রুতে একাকার;
এখন যেন বুঝতে পারে সব কথা
খেলায় সাথি আমি, বিস্বাদ তখন খাবার।
উঠোনে যেই, দূরের ঐ চন্দ্র তারা
কোমল হাত নেড়ে নেড়ে আসতে ডাকে;
কাছাকাছি কেউ, দাদুর হাত নাড়া
বড় হলে খুঁজবে কি আমায় নক্ষত্রলোকে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
... ২৮/০১/২০১৬ছন্দের তাল বিশেষ করে স্বরবৃত্তের ছন্দধারা থাকলে ভালো লাগতো আরো।
-
রাখাল ২৭/০১/২০১৬সুন্দর!
-
বিদ্রোহী ফাহিম খান ২৭/০১/২০১৬সুন্দর
-
ধ্রুব রাসেল ২৭/০১/২০১৬ভাল লাগলো। তবে বানানের ক্ষেত্রে সচেতন হন।
-
প্রদীপ চৌধুরী ২৭/০১/২০১৬লেখাটি খুব ভালো তবে একটু গুছিয়ে লেখার প্রয়োজন আছে, ধন্যবাদ
-
প্রদীপ চৌধুরী ২৭/০১/২০১৬লেখাটি খুব ভালো তবে একটু গুছিয়ে লেখা
-
মনিরুজ্জামান জীবন ২৬/০১/২০১৬সুন্দর, শুভকামনা! বিশেষ করে লেখার দিকে খেয়াল রাখবেন! যেখানে যেখানে ভুত্রুটি আছে সম্পাদনা করে ঠিক করে নিন।