www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজকাল দাদু মনি


দাদু মনি হাটতে শিখেনি এখনো
হামাগুড়ি দিয়ে এঘর ওঘর বিচরণ তার;
খুঁজে বেড়ায় নব নব খেলনা যেন
বগলে ধরলে, কি নেশা দিগ্বিদিক ছোটার।

দাঁড়াতে গিয়ে পেলে একটু ব্যথা
মায়াবী ঐ চোখ দু’টি অশ্রুতে একাকার;
এখন যেন বুঝতে পারে সব কথা
খেলায় সাথি আমি, বিস্বাদ তখন খাবার।

উঠোনে যেই, দূরের ঐ চন্দ্র তারা
কোমল হাত নেড়ে নেড়ে আসতে ডাকে;
কাছাকাছি কেউ, দাদুর হাত নাড়া
বড় হলে খুঁজবে কি আমায় নক্ষত্রলোকে ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast