শীতের প্রেম
সুখ-দুংখ, হাসি-কান্না, আলো-আঁধার
এভাবেই তো জীবন সবার হয় পার;
যারা নিঃস্ব গরিব, কিবা আছে করার
শীত মাঘে যদিও কাঁপে গায়ের হাঁড়।
তাই বুঝি, সঙ্গে তার নানান উপহার
দ্যাখি, খুশিরই আমেজ গ্রাম বাংলার;
খেজুর রস পাটালী গুড়ের ঝুলি তার
আয়োজন মজাদার, হাসি মুখ সবার।
নানান পিঠেপুলি, পায়েস, মোয়া আর
ক্ষেতে-পালানে শাক সবজির বাহার;
কি দৃশ্য সৌন্দর্য আর ঐশ্বর্য, মহিমার
কষ্ট দেয় যত, শীত মমতারও আধার।
শীত মমতারও আধার
লাঊ কুমড়া ফুলকপি বাঁধাকপি মুলা
পালং শাক বেগুন টমেটো রাশি রাশি
কৃষাণ উঠোনেও দ্যাখি সবুজের হাসি
আয়োজন তার, গাঁয়ে সবুজের মেলা।
আরো কত মাছ বোয়াল গজার মাগুর
তারাবাইন শৈল পাবদা সরপুটি-মেনি
যেন এক হুলোস্থল ঘরে ঘরে হর্ষ ধ্বনি
কড়কড়ে ভাত খেতে কার না গুড়গুড়।
যদিও শিশির চাদরে ঢাকা ঐ পথঘাট
গাঁয়ের মাঠে শুনি কৃষাণদের কি গুঞ্জন
গাছের মাথায় যে সোনার টুকরো ধান
চাষীদের প্রাণের মেলা, এক স্বপ্ন হাট।
বাড়ি বাড়ি ঢেঁকিতে, ধান ভানার শব্দ
চিঁড়া কুটে, বানায় কেউ, চালের গুড়ি
মিঠি রোদে কেউ খায় রসে ভিজা মুড়ি
সবার ঘরে খুশি, আনন্দ আর আনন্দ।
এভাবেই তো জীবন সবার হয় পার;
যারা নিঃস্ব গরিব, কিবা আছে করার
শীত মাঘে যদিও কাঁপে গায়ের হাঁড়।
তাই বুঝি, সঙ্গে তার নানান উপহার
দ্যাখি, খুশিরই আমেজ গ্রাম বাংলার;
খেজুর রস পাটালী গুড়ের ঝুলি তার
আয়োজন মজাদার, হাসি মুখ সবার।
নানান পিঠেপুলি, পায়েস, মোয়া আর
ক্ষেতে-পালানে শাক সবজির বাহার;
কি দৃশ্য সৌন্দর্য আর ঐশ্বর্য, মহিমার
কষ্ট দেয় যত, শীত মমতারও আধার।
শীত মমতারও আধার
লাঊ কুমড়া ফুলকপি বাঁধাকপি মুলা
পালং শাক বেগুন টমেটো রাশি রাশি
কৃষাণ উঠোনেও দ্যাখি সবুজের হাসি
আয়োজন তার, গাঁয়ে সবুজের মেলা।
আরো কত মাছ বোয়াল গজার মাগুর
তারাবাইন শৈল পাবদা সরপুটি-মেনি
যেন এক হুলোস্থল ঘরে ঘরে হর্ষ ধ্বনি
কড়কড়ে ভাত খেতে কার না গুড়গুড়।
যদিও শিশির চাদরে ঢাকা ঐ পথঘাট
গাঁয়ের মাঠে শুনি কৃষাণদের কি গুঞ্জন
গাছের মাথায় যে সোনার টুকরো ধান
চাষীদের প্রাণের মেলা, এক স্বপ্ন হাট।
বাড়ি বাড়ি ঢেঁকিতে, ধান ভানার শব্দ
চিঁড়া কুটে, বানায় কেউ, চালের গুড়ি
মিঠি রোদে কেউ খায় রসে ভিজা মুড়ি
সবার ঘরে খুশি, আনন্দ আর আনন্দ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী ২৩/০১/২০১৬Valo likhechen
-
মনিরুজ্জামান শুভ্র ২৩/০১/২০১৬অনেক ভাল লাগলো।
-
মোবারক হোসেন ২২/০১/২০১৬ভাল