www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেহি মা


দশটি মাস পেলো যে জঠর যন্ত্রণা,
কষ্ট, তবু হাসিমুখ, গর্ব অহংকার;
মমতা ভালোবাসায় বড় করে সোনা
মিলে প্রশান্তি ধরাকে দিয়ে উপহার।
তবু যেন মা, সতত পায় অবহেলা
তাঁরই আঁচল তলে, যে পায় পৃথিবী;
স্নেহ মাখা হাত ধরে, পা পা পথচলা
বিনিময়ে মা, তাচ্ছিল্য সহে নিরবধি।

জীবদ্দশায়, বার্ধক্যে উপনীত যেই
তখনো চিন্তন শুধু, সন্তানের ভালো;
কই ভাবি তা, ঈশ্বর প্রতিমা তো সেই
সেহি মা, এই জগত ও জাতির আলো।
ব্যথা পেয়েছিলে তুমি,কেঁদেছিলেন মা
জগতে কে তেমন, ঐ মায়ের উপমা।

চতুর্দশপদী কবিতা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast