একটি সে কালো রাত
(বুদ্ধিজীবী স্মরণে)
বাংলার ইতিহাসে একটি সে কালো রাত
হানাদার ঐ পশুরা যখন পরাজিত নিশ্চিত;
একাত্তরের মুক্তিযুদ্ধে কুপোকাত, নির্ঘাত
সূর্য সন্তানদের রক্তপানে হয়ে উঠে উন্মত্ত।
পাক পশুরা নয় মাস কি হত্যাযজ্ঞ অগণিত
কি নির্যাতন, ধর্ষণ, লুটপাটেও হয়নি ক্ষান্ত;
পশুদের কই মানবতা জ্ঞান, বোধ মনুষ্যত্ব
চালায় বুদ্ধিজীবী নিধন, মেধা হোক বিলুপ্ত।
বুদ্ধিজীবী তোমরা সোনার এ বাংলার মেধা
বুকে আছো, সাথে আছো, থাকবে চিরদিন;
দ্যাখো জনতার ঢল, নেমেছে জানাতে শ্রদ্ধা
ভালোবাসার অর্ঘ্য হাতে বদন যদিও মলিন।
হানাদার ঐ পশুরা যখন পরাজিত নিশ্চিত;
একাত্তরের মুক্তিযুদ্ধে কুপোকাত, নির্ঘাত
সূর্য সন্তানদের রক্তপানে হয়ে উঠে উন্মত্ত।
পাক পশুরা নয় মাস কি হত্যাযজ্ঞ অগণিত
কি নির্যাতন, ধর্ষণ, লুটপাটেও হয়নি ক্ষান্ত;
পশুদের কই মানবতা জ্ঞান, বোধ মনুষ্যত্ব
চালায় বুদ্ধিজীবী নিধন, মেধা হোক বিলুপ্ত।
বুদ্ধিজীবী তোমরা সোনার এ বাংলার মেধা
বুকে আছো, সাথে আছো, থাকবে চিরদিন;
দ্যাখো জনতার ঢল, নেমেছে জানাতে শ্রদ্ধা
ভালোবাসার অর্ঘ্য হাতে বদন যদিও মলিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ১৯/১২/২০১৫কবিকে শুভেচ্ছা ও অভিনন্দন।
-
মোবারক হোসেন ১৮/১২/২০১৫ভাল।ধন্যবাদ।
-
নির্ঝর ১৮/১২/২০১৫সুন্দর হয়েছে
-
জে এস সাব্বির ১৭/১২/২০১৫কবিতার ছন্দ ,গঠন সত্যিই খুব সুন্দর হয়েছে ।
কিন্তু এলোমেলো ভাবে সাজানো ।