ছোট্ট দাদু মনি
সেদিন আমার ছোট্ট দাদু মনি
শত ক্রোশ আকাশের পথখানি
পাখিদের মত উড়ি উড়ি
এসেছে আমাদের বাড়ি।
অতি মায়াবী চোখদু’টো তার
কোমল হৃদয়ে কল্পনা পাহাড়
বলতে এখনো শিখেনি
কি উৎসুক তার চাহনি।
কত জিজ্ঞাসা ‘এইযে ওই যে’
চারিপাশে কি জানতে চায় সে
কত যে প্রশ্ন তার চোখে
দৃষ্টি ফেলে আমার মুখে।
যখন ফিরি তবে অফিস করে
বাড়ায় হাত, মুখে হাসি ঝরে
সোহাগ ভরে, লই কোলে
আনন্দে তার অঙ্গ দোলে।
উড়ছে ছাদে ছোট্ট ছোট্ট পাখি
হাত নেড়ে ইশারায় ডাকাডাকি
ভাবি কি স্নেহ তার বুকে
দিতে চায় আদর তাকে।
উঠোনে সবুজ ঘাসে দৃষ্টি তার
বসবে সেথা, ইঙ্গিত বার বার
নিয়ে বসি ঐ দূর্বা ঘাসে
সেকি হাসি সবুজ স্পর্শে।
ভাবি, আমি আর আছি কয়দিন
বড় হও, হোক জীবনটা রঙিন
পড়ো তখন কবিতাখান
শান্তি পাবে আমার প্রাণ।
হৃদয়ে জন্ম নিক অঢেল সম্পদ
আশীর্বাদ, থাকো তুমি নিরাপদ
করো আলোকিত পৃথিবী
শান্তিতে স্নাত হোক সবি।
শত ক্রোশ আকাশের পথখানি
পাখিদের মত উড়ি উড়ি
এসেছে আমাদের বাড়ি।
অতি মায়াবী চোখদু’টো তার
কোমল হৃদয়ে কল্পনা পাহাড়
বলতে এখনো শিখেনি
কি উৎসুক তার চাহনি।
কত জিজ্ঞাসা ‘এইযে ওই যে’
চারিপাশে কি জানতে চায় সে
কত যে প্রশ্ন তার চোখে
দৃষ্টি ফেলে আমার মুখে।
যখন ফিরি তবে অফিস করে
বাড়ায় হাত, মুখে হাসি ঝরে
সোহাগ ভরে, লই কোলে
আনন্দে তার অঙ্গ দোলে।
উড়ছে ছাদে ছোট্ট ছোট্ট পাখি
হাত নেড়ে ইশারায় ডাকাডাকি
ভাবি কি স্নেহ তার বুকে
দিতে চায় আদর তাকে।
উঠোনে সবুজ ঘাসে দৃষ্টি তার
বসবে সেথা, ইঙ্গিত বার বার
নিয়ে বসি ঐ দূর্বা ঘাসে
সেকি হাসি সবুজ স্পর্শে।
ভাবি, আমি আর আছি কয়দিন
বড় হও, হোক জীবনটা রঙিন
পড়ো তখন কবিতাখান
শান্তি পাবে আমার প্রাণ।
হৃদয়ে জন্ম নিক অঢেল সম্পদ
আশীর্বাদ, থাকো তুমি নিরাপদ
করো আলোকিত পৃথিবী
শান্তিতে স্নাত হোক সবি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঋজু কবি ০৩/১১/২০১৫খুব সুন্দর কবিতা । ছন্দটাও বেশ ভালো ।
-
সমরেশ সুবোধ পড়্যা ০৩/১১/২০১৫বেশ সুন্দর লেখা ।
-
মনিরুজ্জামান শুভ্র ০৩/১১/২০১৫অনেক ভাল লাগলো কবিতাটি পড়ে।