আষাঢ়ের অভিমান
ফুটতো কদম্ব, হাতে যেন ফুল ডালা
আঙিনা সব ভরতো মিঠিমিঠি ঘ্রাণে;
আসবে আষাঢ়, তাই ঐ কদম তলা
বসুধা নাচত তার রিমিঝিমি গানে।
তীব্র তাপদাহে আর কৈ স্বস্তির ছোঁয়া
কোথায় কদম্ব, শূন্য রাস্তার দু’ধার;
সারি সারি মেহগিনি বড়দের মোয়া
পায় না আষাঢ় আর, ফুল উপহার ।
এখন ফুল কদম্ব, নেই চারিপাশে
প্রকৃতি হয়েছে তাই বড্ড অভিমানী;
আষাঢ় বরণ কেবা করে ভালোবেসে
মাশুল তার, সংসার ও জীবন হানি।
গুরুগুরু কি গর্জন মাঠ নীলাম্বরে
থৈথৈ আঁখিজল বহে বন্যার আকারে।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬
অন্ত্যমিল:
কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
আঙিনা সব ভরতো মিঠিমিঠি ঘ্রাণে;
আসবে আষাঢ়, তাই ঐ কদম তলা
বসুধা নাচত তার রিমিঝিমি গানে।
তীব্র তাপদাহে আর কৈ স্বস্তির ছোঁয়া
কোথায় কদম্ব, শূন্য রাস্তার দু’ধার;
সারি সারি মেহগিনি বড়দের মোয়া
পায় না আষাঢ় আর, ফুল উপহার ।
এখন ফুল কদম্ব, নেই চারিপাশে
প্রকৃতি হয়েছে তাই বড্ড অভিমানী;
আষাঢ় বরণ কেবা করে ভালোবেসে
মাশুল তার, সংসার ও জীবন হানি।
গুরুগুরু কি গর্জন মাঠ নীলাম্বরে
থৈথৈ আঁখিজল বহে বন্যার আকারে।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬
অন্ত্যমিল:
কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য মুহাম্মাদ জান ৩১/০৮/২০১৫ONOBODDO
-
দ্বীপ সরকার ১৫/০৮/২০১৫ভালো লাগলো।
-
রুহুল আমীন রৌদ্র. ১৪/০৮/২০১৫মুগ্ধ হলাম প্রিয়কবি।
বরষার অভিমানী আয়োজনে, এক অপরূপ সনেট। -
রাসেল আহমদ ১৪/০৮/২০১৫সুন্দর
-
স্বাধীন আমিনুল ইসলাম ১৪/০৮/২০১৫ভাল
-
মনিরুজ্জামান শুভ্র ১৩/০৮/২০১৫অনেক ভাল লাগলো। আরো যত্নবান হতে হবে । বানানগুল একটু দেখে নিবেন।
-
নাবিক ১৩/০৮/২০১৫দারুণ
-
আবুল হাসান ১৩/০৮/২০১৫ভালো লাগলো