www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আষাঢ়ের অভিমান


ফুটতো কদম্ব, হাতে যেন ফুল ডালা
আঙিনা সব ভরতো মিঠিমিঠি ঘ্রাণে;
আসবে আষাঢ়, তাই ঐ কদম তলা
বসুধা নাচত তার রিমিঝিমি গানে।

তীব্র তাপদাহে আর কৈ স্বস্তির ছোঁয়া
কোথায় কদম্ব, শূন্য রাস্তার দু’ধার;
সারি সারি মেহগিনি বড়দের মোয়া
পায় না আষাঢ় আর, ফুল উপহার ।

এখন ফুল কদম্ব, নেই চারিপাশে
প্রকৃতি হয়েছে তাই বড্ড অভিমানী;
আষাঢ় বরণ কেবা করে ভালোবেসে
মাশুল তার, সংসার ও জীবন হানি।

গুরুগুরু কি গর্জন মাঠ নীলাম্বরে
থৈথৈ আঁখিজল বহে বন্যার আকারে।


চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬
অন্ত্যমিল:
কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast