www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোথায় তোরা


বন্ধুরা সবাই জানি না কোথায় তোরা
চেয়েছিলে কেউ ছোঁবে ঐ নীল আকাশ;
চেয়েছিলে, হবে কেউ ঝলমলে তারা
এখনো কানে ঐ হাসি উষ্ণ দীর্ঘশ্বাস।
ধুলোবালি সনে সারা দিন রোদ মাঠে
পড়াশুনায় বিস্বাদ, শুধু খেলাধুলা;
মার কত যে বকুনি, তবু গেছি ছোটে
আজ একা, কি দুঃসহ এ সংসার মেলা।

হয়ত বা হয়েছিস, কেউ বড় কত
কেউ বা এখনো পাস নি সুখের দেখা;
পেয়েছিস কেউ জানি না কত বা ক্ষত
এঁকেছিস জীবনে কেউ সোনালি রেখা।
নির্জনে স্মৃতির তোলপাড় আনাগোনা
মানুষ থাকিস তবে, এই তো কামনা।


চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬
অন্ত্যমিল: কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
(বন্ধু দিবসের একটি পুরনো কবিতা)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৮/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast