রাজ
প্রতিটি প্রহর কাটে আতঙ্কে আজকাল
চারিদিকে যেন মহামারি;
খবরের কাগজ পড়ি যেই প্রতি সকাল
হৃদয়ে প্রলয় আহাজারি।
পিটিয়ে হত্যা মানুষ,ধর্ষিত শিশু কন্যা
আগুনে পুড়ায় ঘরের বধু;
হত্যা গুম, অর্থের এত লালসা ভাবনা
পয়সার একি ভয়ঙ্কর যাদু।
হৃদয় আধারে মমতা প্রেম ভালোবাসা
সবই আজ হয়েছে খালি;
সম্পদ আর অর্থের কি যাদু মন্ত্র ভাষা
অসুর বীণে নিধন হোলি।
কি বৈষম্য বাকি মানুষে আর এ পশুতে
ওরা জানে কি গ্লুর কাজ ?
নারী নির্যাতন মুখখানি আটকিয়ে গ্লুতে
কি সে পাশবিক দৈত্যরাজ।
চারিদিকে যেন মহামারি;
খবরের কাগজ পড়ি যেই প্রতি সকাল
হৃদয়ে প্রলয় আহাজারি।
পিটিয়ে হত্যা মানুষ,ধর্ষিত শিশু কন্যা
আগুনে পুড়ায় ঘরের বধু;
হত্যা গুম, অর্থের এত লালসা ভাবনা
পয়সার একি ভয়ঙ্কর যাদু।
হৃদয় আধারে মমতা প্রেম ভালোবাসা
সবই আজ হয়েছে খালি;
সম্পদ আর অর্থের কি যাদু মন্ত্র ভাষা
অসুর বীণে নিধন হোলি।
কি বৈষম্য বাকি মানুষে আর এ পশুতে
ওরা জানে কি গ্লুর কাজ ?
নারী নির্যাতন মুখখানি আটকিয়ে গ্লুতে
কি সে পাশবিক দৈত্যরাজ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ০৪/০৮/২০১৫খুবই সুন্দর কবিতা
-
মোঃ নাজমুল হাসান ০২/০৮/২০১৫চমৎকার। শুভেচ্ছা রইলো।
-
জাফর পাঠান ০২/০৮/২০১৫ছন্দরস, অন্ত্যমিল, বিন্যাস এবং বাস্তবতা সচেতনমূলক লেখাটি আমার কাছে বেশ ভালো লেগেছে । আপনার মঙ্গল কামনা করি ।
-
বিমূর্ত পথিক ০১/০৮/২০১৫খুবই কষ্ট পাই যখন এই নিউজগুলো পড়ি। নিজেকে খুব অপরাধী বলে মনে হয় তখন।
-
সমরেশ সুবোধ পড়্যা ০১/০৮/২০১৫বিষয়টা খুব ভালো। ছন্দগত কিছু শুদ্ধ করতে হবে। "অসুর বিনে নিধন হোলি" - বোঝা গেল না। লিখতে থাকুন ভালো থাকুন।
-
কিশোর কারুণিক ৩১/০৭/২০১৫সত্যি তাই