www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এসে গেল খুশীর ঈদ


মাহিনা ব্যাপী ঐ রমজান শেষে
এসে গেল খুশীর ঈদ;
কচি কাঁচা সবি আনন্দ উল্লাসে
যেন চোখে নেই নিদ।

কে গরীব ধনী নেই কারো মনে
এক বৃন্তেরই তো ফুল;
তাঁর আদর্শ সবার হৃদয় কোণে
তিনি মোহাম্মদ রাসূল।

যাদের ঘরে নেই, কাপড়, অন্ন
আমরা যে, যতটুকু পারি;
মিটিয়ে দেব কষ্ট যাতনা দৈন্য
দেব স্নেহ মমতায় ভরি।

নামাজে দাঁড়াবো এক কাতারে
পড়বো আল্লাহর কালাম;
করব কোলাকুলি সৌহার্দ ভরে
চলবো মেনে ঈদ পয়গাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লিখেছেন। এমনটাই হোক।
  • বিমূর্ত পথিক ১৯/০৭/২০১৫
    হুম, ভালো লাগলো।
  • জহরলাল মজুমদার ১৮/০৭/২০১৫
    সুন্দর
  • দ্বীপ সরকার ১৮/০৭/২০১৫
    ভালো লাগলো।
  • কিশোর কারুণিক ১৮/০৭/২০১৫
    ভাল থাকবেন
  • মায়নুল হক ১৮/০৭/২০১৫
    'ঈদ' আনন্দের, খুশির দ্যোতক। আল্লাহকে
    খুশি করার জন্য মাসব্যাপী সংযম
    সাধনার পর স্থগিত থাকা সব কিছুর
    আনন্দময় প্রত্যাবর্তনের উৎসবই ঈদ-
    আনন্দময় সম্মিলন। রোজা রাখার ধর্মীয়
    দৃষ্টিকোণ থেকে মনের আনন্দই ঈদ। ইবনুল
    আরাবির মতে, ঈদকে সুখময় উৎসব মনে
    করার কারণ, প্রতিবছর তা হাজির হয়
    পুনর্নবায়িত সুখ নিয়ে।
  • T s J ১৭/০৭/২০১৫
    ভালো লাগল,ঈদ মোবারক
 
Quantcast