আহা রাজন
(শিশু রাজনকে উৎসর্গ)
আহা রাজন, কত নিষ্ঠুর এই ভুবন
কত উড়বে, ডানা মেলেছিল স্বপন;
চোখ ফেটে এলো জল
নর পশুতে এত জঘন্য কাম অনল
শ্রেষ্ঠ মানুষে আজি পশুর রক্ত ঢল।
অহরহ আনাচে কানাচে এই দিনে
ঘটে বীভৎস মৃত্যু নিভৃতে নির্জনে;
হচ্ছে কত না পুকুর চুরি
না সাজা, নেই তাদের গলায় দড়ি,
তারা যে কর্ণধার আজ সমাজেরই।
তের বছরের উজ্জ্বল কিশোর তুমি
চুরির দায়ে ছেড়ে গেলে স্বপ্ন ভূমি;
কি নিষ্ঠুর ঘৃণ্য বর্বরতা
কুকর্মে অসম্মতি তোমার এ দৃঢ়তা
পেলো যন্ত্রনা, পেলে না মানবতা।
তুমি ছিলে এই কাননে, ফুটন্ত ফুল
ভরে গেলে শূন্যতায় মায়ের কোল;
পাবেই তুমি সুবিচার
নরপশুদের বাঁচায় তবে সাধ্য কার
পৃথিবীটা যে স্নেহময়ী ঐ বিধাতার।
The young boy, Rajon was beaten
to death by a gang of men
July 13, 2015
আহা রাজন, কত নিষ্ঠুর এই ভুবন
কত উড়বে, ডানা মেলেছিল স্বপন;
চোখ ফেটে এলো জল
নর পশুতে এত জঘন্য কাম অনল
শ্রেষ্ঠ মানুষে আজি পশুর রক্ত ঢল।
অহরহ আনাচে কানাচে এই দিনে
ঘটে বীভৎস মৃত্যু নিভৃতে নির্জনে;
হচ্ছে কত না পুকুর চুরি
না সাজা, নেই তাদের গলায় দড়ি,
তারা যে কর্ণধার আজ সমাজেরই।
তের বছরের উজ্জ্বল কিশোর তুমি
চুরির দায়ে ছেড়ে গেলে স্বপ্ন ভূমি;
কি নিষ্ঠুর ঘৃণ্য বর্বরতা
কুকর্মে অসম্মতি তোমার এ দৃঢ়তা
পেলো যন্ত্রনা, পেলে না মানবতা।
তুমি ছিলে এই কাননে, ফুটন্ত ফুল
ভরে গেলে শূন্যতায় মায়ের কোল;
পাবেই তুমি সুবিচার
নরপশুদের বাঁচায় তবে সাধ্য কার
পৃথিবীটা যে স্নেহময়ী ঐ বিধাতার।
The young boy, Rajon was beaten
to death by a gang of men
July 13, 2015
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Sadekur Rahaman Suman ২০/০৭/২০১৫আমি অত্যন্ত লজ্জিত নির্মম পাষন্ডদের কার্যকলাপে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষজাত হয়ে এ রকম পৈশাচিক কাজ আমাদের মত কিছু মানুষ নামের অমানুষের দ্বারা হতে পারে,,,সত্যি আমি ভীষন লজ্জিত,,,,।
-
কিশোর কারুণিক ১৭/০৭/২০১৫আমি শোকাহত।
-
শান্তনু ব্যানার্জ্জী ১৬/০৭/২০১৫মুখে বলার মত কোনও ভাষা নেই, আমি শোকাহত।
-
মায়নুল হক ১৬/০৭/২০১৫পাষন্ড প্রকৃতির কিছু মানুষ
অাছে যারা মানুষকে হত্যা
কিংবা অন্যপ্রকার নির্মম
নির্যাতন করে পৈশাচিক
উল্লাসবোধ করে । এই ধরণের
মানুষ কি শিক্ষিত কি
অশিক্ষিত স্বভাব-চরিত্র একই
রকম । এদের ভালমতো
শায়েস্তা করতে না পারলে
সভ্যমানুষের লজ্জার শেষ
থাকবে না । শিশু রাজনকে
যেভাবে নির্যাতন করে খুন
করা হয়েছে কোনো
বিচারেই তার অপরাধ
মৃত্যুদন্ডে দন্ডিত হওয়ার মতো
নয় । কিন্তু যে লোকটি শিশু
রাজনকে খুন করেছে ওই ধরণের
অমার্জিত লোক
হরহামেশাই চোখে পড়ে ।
কিন্তু অাইন-অাদালত তাদের
সবক্ষেত্রে সমুচিত
শাস্তিবিধান করতে পারে
না । মানুষকে সৌজন্যবিধি
ও নান্দনিকতা সম্পর্কে
ঠিকমতো শিক্ষা দেয়া
জরুরি । না হলে এই
পৈশাচিকতার অবসান
কখনোই হবে না ।
ধন্যবাদ জানাবেন -
শাহাদাত হোসেন রাতুল ১৫/০৭/২০১৫এই কষ্ট সত্যি ভাষায় প্রকাশ করার মত নয় ।।
রাজন পারলে আমাদের ক্ষমা করে দিও ভাই ।।