মদিনার বাগে হাজারো বছর আগে
মদিনার বাগে
হাজারো বছর আগে
আমিনা মায়ের কোলে ফুটিছিল যে ঐশী ফুল
আল্লাহর পিয়ারা তিনি, আমাদের প্রিয় রাসূল।
কি প্রচণ্ড দাহ
সারাক্ষণই লু প্রবাহ
পথ চলতেন যখন তিনি, তপ্ত ঐ মরু উদ্যানে
ছায়া দিতো সতত মেঘগুলো, ভাসছে গগনে।
পাশের বৃক্ষলতা
কি গভীর প্রেম স্বচ্ছতা
শাখা পল্লব নুয়ে পড়তো, করতো যে সালাম
ওরাও যেন ভালোবাসে, জপে তসবি কালাম।
তাঁর পাদচারণা
যে পথ ধরে আনাগোনা
কারও রয় না বাকি এই পথে গিয়েছেন হাটি
সুবাসে ছড়িয়ে যেত পথ, বাতাস ভূতল মাটি।
বিস্মিত খাদিজা বিবি
কি অপূর্ব ঐ নূরের ছবি
কে এই মহান, কে এই, জগত মানিক রতন
পুষ্প মালায় তাই বুঝি তাঁর এই বন্ধন বাঁধন।
মদিনার বাগে
হাজারো বছর আগে
আমিনা মায়ের কোলে ফুটিছিল যে ঐশী ফুল
আল্লাহর পিয়ারা তিনি, আমাদের প্রিয় রাসূল।
হাজারো বছর আগে
আমিনা মায়ের কোলে ফুটিছিল যে ঐশী ফুল
আল্লাহর পিয়ারা তিনি, আমাদের প্রিয় রাসূল।
কি প্রচণ্ড দাহ
সারাক্ষণই লু প্রবাহ
পথ চলতেন যখন তিনি, তপ্ত ঐ মরু উদ্যানে
ছায়া দিতো সতত মেঘগুলো, ভাসছে গগনে।
পাশের বৃক্ষলতা
কি গভীর প্রেম স্বচ্ছতা
শাখা পল্লব নুয়ে পড়তো, করতো যে সালাম
ওরাও যেন ভালোবাসে, জপে তসবি কালাম।
তাঁর পাদচারণা
যে পথ ধরে আনাগোনা
কারও রয় না বাকি এই পথে গিয়েছেন হাটি
সুবাসে ছড়িয়ে যেত পথ, বাতাস ভূতল মাটি।
বিস্মিত খাদিজা বিবি
কি অপূর্ব ঐ নূরের ছবি
কে এই মহান, কে এই, জগত মানিক রতন
পুষ্প মালায় তাই বুঝি তাঁর এই বন্ধন বাঁধন।
মদিনার বাগে
হাজারো বছর আগে
আমিনা মায়ের কোলে ফুটিছিল যে ঐশী ফুল
আল্লাহর পিয়ারা তিনি, আমাদের প্রিয় রাসূল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ১০/০৭/২০১৫সুন্দর। এর আগেও পড়েছি।
-
সবুজ আহমেদ কক্স ০৭/০৭/২০১৫মুগ্ধকর লিখা
ভালো হইছে কবি -
শাহাদাত হোসেন রাতুল ০৭/০৭/২০১৫বেশ লাগলো আমার কাছে !!