তুমি হে প্রভু
শেষ বিচারের মালিক তুমি হে প্রভু
এ ব্রহ্মাণ্ডের কোথায় কি, জ্ঞাত সবই;
তুমিই তো প্রেমময়ী, স্নেহময়ী বিভু
গুণগান উপাসনা যত সেও তোমারি।
পশুপাখি মানুষ কিংবা কীট পতঙ্গ
মাগে কৃপা, তুমিই শক্তিমান জগতে ;
চায় মমতা, সহায়তা, অনন্ত সঙ্গ
ব্যাকুল সবাই তোমার করুণা পেতে।
গর্হিত কুকর্মে যারা চলছে বিপথে
অশিষ্ট অনাচার থেকে রাখিও দূরে;
চালিয়ো মোদের সতত সরল পথে
তব প্রিয়জনের পথ আঁকড়ে ধরে।
তাঁরাই তো ভুবনের সে পদ্ম কমল
আলোর চ্ছটা, এ পৃথিবীর ঝলমল।
চতুর্দশপদী কবিতা
ছন্দ প্রকরণ:
কখকখ,কখকখ;গঘগঘ ঙঙ
সূরা ফাতেহা অনুকরণে
এ ব্রহ্মাণ্ডের কোথায় কি, জ্ঞাত সবই;
তুমিই তো প্রেমময়ী, স্নেহময়ী বিভু
গুণগান উপাসনা যত সেও তোমারি।
পশুপাখি মানুষ কিংবা কীট পতঙ্গ
মাগে কৃপা, তুমিই শক্তিমান জগতে ;
চায় মমতা, সহায়তা, অনন্ত সঙ্গ
ব্যাকুল সবাই তোমার করুণা পেতে।
গর্হিত কুকর্মে যারা চলছে বিপথে
অশিষ্ট অনাচার থেকে রাখিও দূরে;
চালিয়ো মোদের সতত সরল পথে
তব প্রিয়জনের পথ আঁকড়ে ধরে।
তাঁরাই তো ভুবনের সে পদ্ম কমল
আলোর চ্ছটা, এ পৃথিবীর ঝলমল।
চতুর্দশপদী কবিতা
ছন্দ প্রকরণ:
কখকখ,কখকখ;গঘগঘ ঙঙ
সূরা ফাতেহা অনুকরণে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাফর পাঠান ২৯/০৬/২০১৫আধ্যাত্বিক কবিতা ।
-
জাফর পাঠান ২৯/০৬/২০১৫ছন্দের অন্তমিলে খুব সুন্দর আধ্যাতিক কবিতা । ভালো থাকুন সতত।
-
কৃশানু মাইতি ২৮/০৬/২০১৫চিরন্তন প্রার্থনা। খুব ভালো লাগল।
-
আবু ছায়েম ২৭/০৬/২০১৫ভালো লেগেছে
-
আব্দুল মান্নান মল্লিক ২৭/০৬/২০১৫ভাল লাগলো
-
T s J ২৭/০৬/২০১৫সনেট ভালো লাগল
-
মায়নুল হক ২৭/০৬/২০১৫অনেক ভালো লাগলো