www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই তো জীবন


জীবনের স্রোত বহে নদীর মতন
কলকল তানে তবে গন্তব্য অজানা;
স্বপন ডানায় ঘুরে জগত কানন
সুখের আশায় সহে শত বিড়ম্বনা।
তমস বিবরে খুঁজে বেড়ায় সকাল
অভাব যন্ত্রণা সদা খেলে লুকোচুরি;
ব্যর্থতার উগ্র নৃত্যে হাসির আকাল
হৃদয়ের অতলান্তে কান্না আহাজারি।

সোনালি প্রত্যুষ দেয় যেন হাতছানি
ছুটছে জীবন, মিলে যদি সুখখান;
প্রাপ্তির খুশীতে যায় ভুলে সব গ্লানি
পতনে দলনে প্রাণ যত হোক ম্লান।
অবিরাম চলা তবু, এই তো জীবন
চাওয়া পাওয়া সেতো রয় অনুক্ষণ।


চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল::কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শরিফুল ইসলাম (1990) ০৬/০৮/২০১৫
    জীবন, রস ও মাটি
    বিছায়ে একটা পাটি,
    সারাজীবন চলছি হাটি
    সুতায় বাধিয়া টুঁটি।
  • ২৬/০৬/২০১৫
    সুন্দর সনেট ।
  • বেশ লাগলো !!
  • একজন সনেটপ্রেমী হিসেবে আপনাকে ১০০ নাম্বার দিলাম। :)
  • জে এস সাব্বির ২১/০৬/২০১৫
    অনেকভাল একটা সনট লিখেছেন কবি ।ধন্যবাদ ।
  • মোবারক হোসেন ২১/০৬/২০১৫
    বাস্তবতার কাছে মানুষ কোন না কোন সময় পরাজিত।
    ধন্যবাদ কবি কে।
 
Quantcast