www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভিখিরি


জেগে উঠে বারে বারে হৃদয়ে ধুকধুকি
‘আমরা তো ভিখিরি' ভাবনাটি দেয় উঁকি;
এখানে সেখানে, ট্রেনে বা বাস ষ্টেশনে
ছেলে মেয়ে বুড়ো দাঁড়িয়ে কি ক্লিষ্ট মনে;

তাকিয়ে রয় করুণ আকুতি ভরা চোখে
যদি কিছু মিলে বাঁচাতে জীবন টাকে;
ধন দৌলত জগতে আছে যার বেশুমার
তবু চাই, আরও চাই সম্পদ পাহাড় ;

ছলে হোক বলে হোক, হোক তা জুলুমে
তবু চাই আরো, শোষণে, নিধনে, গুমে;
নেই পাপের ধার, ভিখিরি নয় তো কি ?
জেগে উঠে বারে বারে হৃদয়ে ধুকধুকি।

আজকাল আমাদের কত বড় বড় নেতা
আর এ বোকা সাদা সিধে দরিদ্র জনতা;
নেতাদের আছে শান্তিসুখ, নেই বিড়ম্বনা
আর গরীবের নেই ভাত, কাপড় ত্যানা;

তারাও যেন ভিখিরি যখন তবে নির্বাচন
কত আশ্বাস, বিশ্বাস, কত মধুর ভাষণ।
আর প্রেম ভিখিরি, কে নয় এই জগতে
কাব্যিক কথা মালা গাঁথা সে দিনে রাতে;

‘চাঁদের চেয়ে সুন্দর তুমি, কত অপরূপ
পরীরাও যে হতভম্ব অবাক, হয় নিশ্চুপ;’
শেষে রয় দীর্ঘশ্বাস নোংরা নির্যাতনে ভরি
এ জীবনে আমরা সবি যেন ঐ ভিখিরি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast